Advertisement
রঙে রঙে রঙিন, 'মি টাইম' যাপন কীভাবে করছেন 'মিঠাই রানি' সৌমিতৃষা? দেখে নিন
রঙিন মনের মানুষ সৌমিতৃষার অবসর যাপনের নানা মুহূর্ত।
রঙে রঙে রঙিন তাঁর জীবন। তিনি অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। অভিনয় থেকে দূরে রয়েছেন বেশ কিছুদিন। তবে কারণ যাই থাকুক না কেন নিজেকে সবসময় হাসিখুশি রাখতেই পছন্দ করেন তিনি।
পছন্দের মিঠাই রানিকে রীতিমতো চোখে হারান তাঁর অনুরাগীরা। আর তা হবে নাই বা কেন? তাঁদের প্রিয় সৌমি যে তাঁদের নয়নের মণি।
আর তাই হয়তো নিজেকে বরাবরের মতো অনুরাগীদের কাছে হাসিখুশি মুখেই ধরা দিলেন অভিনেত্রী। পরেছেন কালারফুল একটি লং ড্রেস।
পছন্দের অভিনেত্রীকে দেখে রীতিমতো ভালবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁর অনুরাগীরা। আর তাই সাফল্যের সিঁড়িতে ধাপে ধাপে উঠে চলেছেন সৌমিতৃষা কুণ্ডু।
বেশ কিছু মাস ধরেই শরীর ভালো না অভিনেত্রীর। কাজ থেকে তাই সাময়িক বিরতি নিয়েছেন তিনি। তবে কাজ ছেড়ে থাকা তাঁর কাছে যে বেশ কষ্টকর তা তিনি নিজেই বারবার বলেছেন।
Published By: Arani BhattacharyaPosted: 09:53 PM Aug 23, 2025Updated: 09:53 PM Aug 23, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
