Advertisement
সাত পাকে বাঁধা পড়লেন Sreemoyee-Rohit Sen, দেখুন বিয়ের অ্যালবাম
নিজের গয়না ও শাড়িতেই সেজে উঠেছিলেন 'শ্রীময়ী' ইন্দ্রাণী হালদার।
বহুদিনের অপেক্ষার অবসান। বিয়ে করে ফেললেন শ্রীময়ী ও রোহিত সেন। যে বিয়ে দেখার জন্য অধীর আগ্রহে বসে ছিলেন দর্শক, সেটাই এখন টিভির পর্দায়।
শ্রীময়ী ধারাবাহিকে শ্রীময়ীর চরিত্রে অভিনয় করে টিআরপিকে একেবারে হাতের মুঠোয় পুরে ফেলেছেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। অন্যদিকে, রোহিত সেন ওরফে অভিনেতা টোটা রায়চৌধুরীও বেশ জনপ্রিয়। তাই ধারাবাহিকে এই বিয়ে নিয়ে আলাদাই কৌতুহল ছিল দর্শকদের মধ্যে।
Published By: Akash MisraPosted: 02:34 PM Aug 17, 2021Updated: 02:47 PM Aug 17, 2021
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
