সাত পাকে বাঁধা পড়লেন Sreemoyee-Rohit Sen, দেখুন বিয়ের অ্যালবাম
02:47 PM Aug 17, 2021 | Akash Misra
Advertisement
Tap to expand বহুদিনের অপেক্ষার অবসান। বিয়ে করে ফেললেন শ্রীময়ী ও রোহিত সেন। যে বিয়ে দেখার জন্য অধীর আগ্রহে বসে ছিলেন দর্শক, সেটাই এখন টিভির পর্দায়।
Tap to expand শ্রীময়ী ধারাবাহিকে শ্রীময়ীর চরিত্রে অভিনয় করে টিআরপিকে একেবারে হাতের মুঠোয় পুরে ফেলেছেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। অন্যদিকে, রোহিত সেন ওরফে অভিনেতা টোটা রায়চৌধুরীও বেশ জনপ্রিয়। তাই ধারাবাহিকে এই বিয়ে নিয়ে আলাদাই কৌতুহল ছিল দর্শকদের মধ্যে।
Tap to expand বিয়েতে নিজের গয়না ও শাড়িতেই সেজে উঠেছিলেন 'শ্রীময়ী' ইন্দ্রাণী হালদার। অন্যদিকে, লাল সুতোর নকশা কাটা পাঞ্জবি ও মেরুন রঙের ধাক্কা পারের ধুতিতে সেজে উঠেছিলেন টোটা রায়চৌধুরী।
Tap to expand মালাবদলের দৃশ্যে একটু বেশিই যেন লজ্জা পেলেন ইন্দ্রাণী আর টোটা ।
Tap to expand সব নিয়মকানুন মেনেই বিয়ে সম্পন্ন হল শ্রীময়ী ও রোহিত সেনের। খুশি শ্রীময়ী পরিবার ও দর্শক।
নিজের গয়না ও শাড়িতেই সেজে উঠেছিলেন 'শ্রীময়ী' ইন্দ্রাণী হালদার।