Advertisement
সম্ভারে অডি, BMW, ৩৭ কোটির বাংলো! ২৮ বছরেই কীভাবে বিপুল সম্পত্তির মালিক শাহরুখপুত্র আরিয়ান?
এই বয়সে শাহরুখপুত্রের সম্পত্তির পরিমাণ জানলে চোখ কপালে উঠবে!
সুপারস্টার পিতার পুত্রসন্তানদের ব্যক্তিগত জীবনে বহুবার বাবার নাম-যশ, খ্যাতির জন্য বিড়ম্বনায় পড়তে হয়েছে! শাহরুখপুত্রও তার ব্যতিক্রম নন। এবার আরিয়ান খানের জন্মদিনে চর্চায় তাঁর সম্পত্তির পরিমাণ।
সদ্য 'ব্যাডস অফ বলিউড'-এর দৌলতে পরিচালক হিসেবে শিকে ছিড়েছেন। এবার পূর্ণদৈর্ঘ্যের ছবি পরিচালনার জন্য কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন আরিয়ান। তবে সিনেমা তৈরির পাশাপাশি বাবা শাহরুখের মতোই 'বৈষয়িক' তিনি। নইলে কি আর মাত্র ২৮ বছর বয়সে প্রায় ১০০ কোটির মালিক হওয়া সম্ভব?
কীভাবে এই বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হলেন আরিয়ান? আসলে বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করে রেখেছেন বাদশাপুত্র। প্রথমত, এক পোশাক সংস্থা খুলেছেন আরিয়ান। যে ব্র্যান্ডে ২৪ হাজার টাকা থেকে ২ লক্ষ টাকার জ্যাকেট, টি শার্ট, হুডির মতো বিভিন্ন ট্রেন্ডি পোশাক পাওয়া যায়।
আরিয়ানের এই পোশাক সংস্থা আবার 'জেন জি' প্রজন্মের মধ্যে ব্যাপক জনপ্রিয়। সম্প্রতি আবার এই ব্র্যান্ডের আওতায় উচ্চমানের 'সুরা' বাজারে এনেছেন শাহরুখপুত্র।
দর্শকরা একটু খেয়াল করলেই দেখতে পাবেন, 'ব্যাডস অফ বলিউড' সিরিজের একাধিক দৃশ্যে এই সুরা ব্র্যান্ডের প্রচার করেছেন। বিজ্ঞাপনী ভাষায় যাকে 'ব্র্যান্ড পজিশনিং' বলা হয় আর কী!
এই পোশাক সংস্থার দৌলতেই মোটামুটি ৩০ কোটির ব্যবসা করে ফেলেছেন বলে খবর বলিমহল সূত্রে। তার বেশি বই কম হবে না!
এছাড়াও দিল্লির অভিজাত এলাকায় আরিয়ান খানের নিজস্ব একটি বাংলো রয়েছে। যার বাজারদর ৩৭ কোটি টাকা। শুধু কি তাই?
বাদশাপুত্রের নামী-দামি গাড়ির সম্ভার জানলে চোখ কপালে উঠবে! অডি, বিএমডব্লিউ, মার্সিডিজ-এর মতো বিলাসবহুল গাড়ি, কী নেই সেই তালিকায়? সবমিলিয়ে এই মুহূর্তে ৮০ কোটি টাকার মালিক আরিয়ান খান। তবে সূত্র বলছে, এই হিসেব-নিকেশ বাবা শাহরুখের থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি বাদ দিয়ে অবশ্যই। (ছবি- সংগৃহিত)
Published By: Sandipta BhanjaPosted: 08:51 PM Nov 12, 2025Updated: 08:51 PM Nov 12, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
