Advertisement
মালদ্বীপে জলকেলি তারার, নায়িকার কালো বিকিনির আবেদনে সম্মোহিত নেটপাড়া
কেমন কাটছে তারার ভ্যাকেশন?
২০১৯ সালে করণ জোহরের হাত ধরে বলিউডে ডেবিউ হয় তারা সুতারিয়ার। তার আগে তিনি কেরিয়ার শুরু করেছিলেন গায়িকা হিসেবে।
অভিনয়ের পাশাপাশি তারা কিন্তু সোশাল মিডিয়াতেও বেশ ঝড় তোলে। তাঁর অনুরাগীর সংখ্যাও কম নয়। ফ্যাশনিস্তা হিসেবেও পরিচিত তারা।
কাজের ফাঁকে সময় পেলেই অভিনেত্রী চলে যান বেড়াতে। নিজের জন্য কিছুটা সময় বের করে নিতে কখনও ভোলেন না তিনি ।
এই মুহূর্তে মালদ্বীপের বুকে ছুটি কাটাতে ব্যস্ত তারা সুতারিয়া। ইনস্তাগ্রামে সেই ছুটি কাটানোর নানা মুহূর্ত ভাগ করে নিয়েছেন তিনি নিজেই। কালো বিকিনিতে নজর কেড়েছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন 'সপ্তাহান্তে ডলফিনদের আস্তানায়।'
গায়িকা হিসেবে কেরিয়ার শুরু করলেও গ্ল্যামার দুনিয়ার টান আমোঘ। সেই টানেই ক্যামেরার সামনে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ তারা সুতারিয়ার।
বলিউডের স্টারকিডদের সঙ্গে সর্বদা ওঠাবসা তারার। সুহানা, সানায়া থেকে আরিয়ান খান, অনন্যা পাণ্ডে সকলের সঙ্গেই তাঁর সদ্ভাব।
Published By: Arani BhattacharyaPosted: 08:14 PM Sep 26, 2025Updated: 08:14 PM Sep 26, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
