Advertisement
কিট ব্যাগেই লুকিয়ে ৮৫ সেঞ্চুরির রহস্য! কোহলির 'সঙ্গী'র এসব ঘটনা না জানলেই মিস
একদশক আগে যে ফর্মে খেলেছিলেন, এখনও সেই ফর্মই ধরে রেখেছেন কিং। কিছুদিন আগেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে ৮৫ সেঞ্চুরির মাইলস্টোন পেরিয়েছেন।
২০২৬-ই যেন ২০১৬। বুঝলেন না? নতুন ট্রেন্ডে মেতেছে নেটভুবন। ক্রিকেটও রয়েছে এই মাতামাতিতে। এর সর্বাগ্রে বিরাট কোহলি। কারণ একদশক আগে যে ফর্মে খেলেছিলেন, এখনও সেই ফর্মই ধরে রেখেছেন কিং। কিছুদিন আগেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে ৮৫ সেঞ্চুরির মাইলস্টোন পেরিয়েছেন। অনেকেই বলছেন, কিট ব্যাগে অমূল্য সব মণিমাণিক্য দিয়েই 'অধরা'কে ছুঁয়েছেন তিনি। সেসব নিয়েই এই আলোচনা।
বিরাট কোহলির কিট ব্যাগে সাধারণত বেশ কয়েকটি MRF ব্র্যান্ডের কাস্টমাইজড ইংলিশ উইলো ব্যাট, Puma-র বিশেষ জুতো, প্যাড, গ্লাভস, হেলমেট এবং থাই গার্ড থাকে।
এছাড়া ব্যাটের হাতল কাটার সরঞ্জাম, গ্লাভস পরার আগে ব্যবহারের জন্য বিশেষ গ্রিপ টেক ক্রিম, ব্যক্তিগত কিছু আনুষঙ্গিক জিনিসও থাকে। সেসব নিজের মতো করে সাজিয়ে রাখেন কোহলি।
বেশ কয়েক বছর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিল। সেখানে দেখা গিয়েছিল কোহলির কিট ব্যাগের সরঞ্জাম।
এর মধ্যে ছিল থাই গার্ড, এক জোড়া থাই প্যাড, একজোড়া প্যাড, এক্সট্রা টুপি, ১০ থেকে ১২ জোড়া গ্লাভস, বাড়তি এক জোড়া জুতো, হেলমেট, রিস্ট ব্যান্ড, এলবো স্লিভস, একজোড়া ফিল্ডিং গ্লাভস, হেলমেটের সোয়েট ব্যান্ড, হেলমেট কভার, গ্রিপটেক ক্রিম, প্র্যাকটিস ব্যাট। এই বর্ণনা দিয়েছিলেন খাস বিরাট।
২০২০ সালে আইপিএল হয়েছিল মরুশহর দুবাইয়ে। সেখানে বিরাট গিয়েছিলেন দু'টি কিট ব্যাগ নিয়ে। একটা ব্যাগে ছিল দু'টি ব্যাট। অন্যটিতে ছিল আটটি ব্যাট। সব মিলিয়ে সে বছর ১০টি ব্যাট ছিল বিরাটের কাছে।
কোহলির ব্যাগ নিয়ে গত আইপিএলে মজার একটা ঘটনাও ঘটেছিল। রাজস্থানের বিরুদ্ধে ৪৫ বলে ৬২ রান করেছিলেনন বিরাট। যা বেঙ্গালুরু তারকার একশোতম হাফসেঞ্চুরি। আর কোনও ভারতীয়র এই কৃতিত্ব নেই। কিন্তু ড্রেসিংরুমে ফিরে এসে কী দেখলেন? তাঁর ব্যাগ থেকে একটা ব্যাট খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকক্ষণ ধরে তিনি খুঁজেই চললেন। অবশেষে ব্যাটটি পাওয়া গেল টিম ডেভিডের ব্যাগ থেকে। আসলে দলের বাকি সতীর্থরা জানতেন এই ‘চুরি’র ঘটনা। সবাই মিলে কোহলির সঙ্গে ‘প্র্যাঙ্ক’ করছিলেন।
পরে আরসিবি অলরাউন্ডার টিম ডেভিড বলেন, “আমি দেখছিলাম, কতক্ষণে কোহলি বুঝতে পারেন, ওর একটা ব্যাট হারিয়ে গিয়েছে।” আর কোহলি বলেন, “আমি গতকালই নিজের ব্যাট গুনেছি। দেখলাম সাতটা ব্যাট আছে। আর আজ ছটা হয়ে গিয়েছে।” পরে অবশ্য ধরা পড়ে ডেভিড বলেন, “আমি তো ধার হিসেবে নিয়েছিলাম।” বিরাটও বুঝতে পারেন, এই ঘটনায় সবাই জড়িত। তিনিও বলেন, “সবাই জানত, তাই না?”
Published By: Prasenjit DuttaPosted: 07:09 PM Jan 23, 2026Updated: 07:09 PM Jan 23, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
