Advertisement
প্রেমপ্রস্তাবের সঙ্গী হোক হিরের আংটি! হৃদয় পেতে স্বপ্নের এসব হীরকখণ্ডই ট্রেন্ডিং
এই ডিজাইনের আংটির ছ'টাতেই উজ্জ্বল হোক বাগদান।
প্রেম! সে তো অন্তরের হীরককুচিই। হিরের মতো ছোট্ট, নরম অংশ থেকেই হৃদয়জুড়ে ছড়িয়ে পড়ে প্রেমের ওম। সেই উষ্ণতা আর আলো দিয়ে মনের মধ্যে গড়ে ওঠে প্রাসাদসম এক ঘর। যে ঘর জুড়ে এক থেকে দুই হওয়ার বিশাল জগৎ।
যাঁকে নিয়ে এতদিন ধরে ঘর বাঁধবেন বলে মনে মনে ভেবে রেখেছেন, তাঁকে আপনার মনের কথা খুলে বলেছেন কি? বুঝতেই পারছেন না কীভাবে কথাটি বলবেন? তবে তো বলতেই হয়, সাবেকিয়ানায় আস্থা রেখে আপনার সঙ্গী হোক অঙ্গুরীয়। আজকালকার দিনে ট্রেন্ডিং কিছু আংটির হদিশ রইল আপনার জন্য।
রকমারি নকশার সোনা, রুপো, প্ল্যাটিনাম, আরও দামি ধাতুর আংটি উপহার প্রেমিক বা প্রেমিকার হৃদয় জিতে নেওয়াটা বেশ সহজ। এমনটা ভেবে থাকলে কিন্তু ভুল ভাবছেন। এত নিশ্চিন্ত হবেন না মোটেই। বরং মনের মানুষের পছন্দটি চুপিসাড়ে বুঝে সেইমতো আংটি কিনে ফেলুন। ও হ্যাঁ মনে রাখবেন, প্রেমের প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে কিন্তু হিরেই সবচেয়ে বিশ্বস্ত আর আকর্ষণীয়।
সোনার রিংয়ের মাঝে একটুকরো চৌকো হিরে বসানো আংটি - এই নকশা এখন পুরনো। এখন হালকা অথচ আভিজাত্যে ভরা আংটিই 'জেন G'র পছন্দ। সবসময়ে যে তা বহুমূল্য, তেমনটা কিন্তু নয়। বরং আপনার পকেট বুঝেই আজকাল ডিজাইনাররা তৈরি করে ফেলছেন পছন্দসই হিরের আংটি।
এখন দারুণ ট্রেন্ডিং ইস্ট-ওয়েস্ট সলিটায়ার ডিজাইন। অর্থাৎ সরু সোনা বা প্ল্যাটিনাম রিংয়ের মাঝে গোলাকার হিরে অথবা অন্য কোনও মূল্যবান পাথর, যেমন রুবি, পান্না কিংবা নীলা বসানো। পাত্র-পাত্রী উভয়ের জন্য এই আংটি পাওয়া যায়। একে অপরের সঙ্গে এমন অঙ্গুরী বিনিময়ের পাশাপাশি হোক হৃদয়ের আদানপ্রদান।
এছাড়া গবেষণাগারে তৈরি হিরের ছড়াছড়ি তো আছেই। এদের মোটেই হেলাফেলা করবেন না। বরং ভালোভাবে খুঁজে সাধারণ সব নকশার বাইরে গিয়ে নিজের মনের মতো ডিজাইনটি ঠিক পেয়ে যাবেন। কোনও আংটি হয়ত একটা প্রজাপতি, কোনওটা আবার ডিমের মতো আকার। এসব সাধারণত দেখা যায় না। আর হাজার রূপের মাঝে এমন অরূপই তো আপনার মনের মানুষের জন্য তৈরি হয়েছে।
Published By: Sucheta SenguptaPosted: 08:19 PM Nov 18, 2025Updated: 08:19 PM Nov 18, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
