Advertisement
২০২৬-এ সত্যিই যদি ফিরত ২০১৬... থ্রো ব্যাক ট্রেন্ডে সুশান্ত-ইরফানদের মিস করছেন অনুরাগীরা
মাত্র দশ বছর আগের পৃথিবীতে যাঁরা ছিলেন, কিন্তু এখন আর নেই তাঁদের জন্য মনখারাপ নেটিজেনদের। হলিউডের ‘হ্যাগরিড’ থেকে বাংলার 'অপু', তালিকায় রয়েছেন অনেকেই।
শঙ্খ ঘোষ লিখেছিলেন 'ছিল, নেই/ মাত্র এই'। কিন্তু এমন ঔদাসীন্য সাধারণ মানুষের জন্য নয়। আপনজন তো বটেই, হারানো সময়ের জন্যও সময়ে-অসময়ে মন যেন হু হু করে ওঠে। তার মধ্যে প্রিয় মানুষের মতোই প্রিয় তারকাদের জন্যও একচিলতে দুঃখ-কাঁটা ঠিকই লেগে আছে। এই মুহূর্তে সোশাল মিডিয়ায় ট্রেন্ডিং 'থ্রো ব্যাক ২০১৬'। সেই সময়ের ব্যক্তিগত যা কিছু, সেসব যেমন শেয়ার করছেন নেটিজেনরা, তেমনই প্রিয় তারকাদের ছবিও শেয়ার করছেন। মাত্র দশ বছর আগের পৃথিবীতে যাঁরা ছিলেন, কিন্তু এখন আর নেই তাঁদের জন্য মনখারাপ নেটিজেনদের।
তিনি হ্যারি পটার ছবির ‘হ্যাগরিড’। ২০২২ সালে আমরা হারিয়েছি স্কটিশ অভিনেতা রবি কোলট্র্যানকে। টেলিভিশন সিরিজের মধ্যে দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন তিনি। পরপর তিন বার ‘বাফটা’ পুরস্কারও জেতেন। কিন্তু তাঁর আসল খ্যাতি হ্যাগরিড রূপেই। মাল্টি অর্গ্যান ফেলিওর হয়ে অভিনেতার মৃত্যুতে হ্যারি পটার লেখিকা জে কে রাউলিং সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেন। শোকপ্রকাশ করেছিল হ্যারি পটার ছবির গোটা টিম।
২০২০ সালে প্রয়াত হন পর্দার 'ব্ল্যাক প্যান্থার'। তিনি অভিনেতা চাডউইক বোসম্যান। কোলন ক্যানসার মাত্র ৪৩ বছরেই কেড়ে নিয়েছিল প্রাণ। ২০১৮ সালে মার্ভেলের ছবি 'ব্ল্যাক প্যান্থার' ছবিতে তিনি চমকে দিয়েছিলেন। এছাড়া '২১ ব্রিজেস', 'ডা ৫ ব্লাডস'-এর মতো ছবিতেও তিনি তাঁর অভিনয় শক্তির পরিচয় দিয়েছিলেন।
২০২০ সালের ১৪ জুন। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘিরে উত্তাল হয়েছিল গোটা দেশ। তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। তবে কয়েক বছর পরে কেন্দ্রীয় সংস্থা জানিয়ে দেয় সুশান্তের মৃত্যুর সপক্ষে কোনও অপরাধমূলক ষড়যন্ত্র বা অন্যায় কাজের সন্ধান মেলেনি। বলিউডের এই সুদর্শন ও শক্তিশালী অভিনেতার অকালপ্রয়াণ মানতে পারেননি বহু সাধারণ মানুষ। চলতি ট্রেন্ডে ফিরে ফিরে আসছেন সুশান্তও।
২০২০ সালের এপ্রিল মাসেই বলিউড বুঝেছিল কেন এই মাসকে 'ক্রুয়েলেস্ট' তথা নিষ্ঠুরতম বলা হয়। দীর্ঘ সময় নিউরোএন্ডোক্রাইন টিউমারের সঙ্গে লড়াই করে অচিন দেশে পাড়ি দেন ইরফান খান। 'দ্য লাঞ্চবক্স', 'পিকু', 'লাইফ ইন এ... মেট্রো', 'হায়দার' এবং 'পান সিং তোমার'-এর মতো ছবিতে তাঁর অভিনয় আজও অনুরাগীদের হৃদয়ে গাঁথা রয়েছে যেন। মাত্র ৫৩ বছরে তাঁর অকালপ্রয়াণ এখনও ঠিকঠাক বিশ্বাস করতে পারেননি অনেকে। তাই ২০২৬ সালে তাঁরা কল্পনা করছেন, বছর দশেক আগেও কাজে ব্যস্ত তারকার জীবন!
গত বছরের ৮ ডিসেম্বর ধুমধাম করে নব্বই বছরের জন্মদিন পালন করার কথা ছিল। কিন্তু তার আগেই গত ২৪ নভেম্বর চিরঘুমের দেশে পাড়ি দেন বলিউডের প্রথম 'অ্যাকশন হিরো' ধর্মেন্দ্র। নতুন বছরেও অনুরাগীদের মনখারাপ। 'শোলে'র 'বীরু'কে আজও মিস করে বলিপাড়া। জীবনের শেষপ্রান্তে পৌঁছেও রুপোলি পর্দায় দেখা গিয়েছে তাঁকে। এহেন মানুষটি ১০ বছর আগে আরও কর্মক্ষম ছিলেন। তাই 'থ্রো ব্যাক ২০১৬'-এ ফিরে ফিরে আসছেন বলিউডের ‘হি ম্যান’।
গত বছরের সেপ্টেম্বর। নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন গর্গ। আচমকাই খবর এল জনপ্রিয় গায়ক আর নেই! সঙ্গে সঙ্গে শোকে নিমজ্জিত হয় গোটা দেশ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫২! ‘ইয়া আলি…’ একসময় গোটা দেশে ঝড় তুলেছিল। ‘ফিজা’, ‘গ্যাংস্টার’, ‘রাজ’, ‘থ্রিডি’, ‘কৃষ থ্রি’র মতো সিনেমায় যেমন গান গেয়েছেন, তেমনই বহু বাংলা ছবিতেও শোনা গিয়েছে তাঁর কণ্ঠ। পাশাপাশি অসমের ভূমিপুত্র অসমিয়া ভাষাতেও গেয়েছেন বহু অবিস্মরণীয় গান। তিনি নেই। তাঁর গাওয়া গানগুলি যেন নতুন করে ট্রেন্ডিং। ফলে 'থ্রো ব্যাক ২০১৬'-এ তাঁর গানও ভেসে আসছে। ভেসে আসছে প্রিয় শিল্পীর হাস্যরত মুখ।
কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যু হয় ২০১৮ সালে। দুবাইয়ে তাঁর অকালপ্রয়াণে গোটা দেশ তো বটেই, সারা পৃথিবীর বলিউডপ্রেমী দুনিয়া স্তব্ধবাক হয়ে গিয়েছিল। 'সদমা', 'মিস্টার ইন্ডিয়া', 'চাঁদনি', 'লমহে'র মতো ছবিতে তাঁর অভিনয় সকলের মনে চিরস্থায়ী জলছাপ হয়ে রয়ে গিয়েছে। ৫৪ বছর তো চলে যাওয়ার বয়স নয়। তাই অনুরাগীরা আজও ভেবে চলেন, ২০২৬ সালেও যদি তিনি থাকতেন!
ঋষি কাপুর প্রয়াত হয়েছেন পাঁচ বছর হতে চলল। কিন্তু এখনও তাঁর হাস্যমুখ মনে পড়ে অনুরাগীদের। 'মেরা নাম জোকার' ছবিতে শিশু শিল্পী হিসেবে আত্মপ্রকাশের পর 'ববি' ছবিতে নায়ক ঋষির আবির্ভাবে বলিউড পেয়েছিল এক রোম্যান্টিক হিরোকে। 'অমর আকবর অ্যান্টনি', 'লায়লা মজনু', 'কর্জ', 'চাঁদনি' এবং 'সাগর'-এর মতো ছবি উপহার দিয়েছেন ঋষি। 'থ্রো ব্যাক ২০১৬'-তে তাঁর কথাও মনে পড়ছে সকলের।
জনপ্রিয় টলিউড অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় ২০২২ সালে মাত্র ৫৭ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে যান। এই অকালপ্রয়াত অভিনেতাকে প্রবল মিস করে টলিউড। 'পথভোলা' ছবিতে তাঁর আত্মপ্রকাশ ঘটে। গত শতকের নয়ের দশকে তিনি জনপ্রিয় নায়কদের মধ্যে একেবারে প্রথম সারিতে চলে আসেন। ষাট পেরনোর আগেই তাঁর আকস্মিক প্রয়াণে চলচ্চিত্র জগতের বড় ক্ষতি হয়ে যায়।
২০২০ সালের নভেম্বর। অমৃতের পথে পাড়ি দেন সৌমিত্র 'অপু' চট্টোপাধ্যায়। ১৯৬১ সালে 'অপুর সংসার' ছবির মধ্যে দিয়ে তাঁর আত্মপ্রকাশ। আর কখনও পিছনে ফিরে তাকাতে হয়নি। ক্রমে রোম্যান্টিক হিরো থেকে 'ফেলুদা' থেকে 'ক্ষিদ্দা' হয়ে রুপোলি পর্দার জগতে নিজেকে আরও বিস্তৃত করেছেন কিংবদন্তি। বয়স বাড়লেও তাঁর অভিনয় দক্ষতায় তা স্পর্শ করতে পারেনি। জীবনের শেষ অধ্যায় পর্যন্ত নিয়মিত কাজ করে গিয়েছেন। পাঁচ বছর পেরিয়ে গিয়েছে তাঁর প্রয়াণের। কিন্তু আজও সৌমিত্র চট্টোপাধ্যায়কে মিস করে সকলে।
Published By: Biswadip DeyPosted: 05:47 PM Jan 21, 2026Updated: 05:47 PM Jan 21, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
