Advertisement
খুদেদের সঙ্গে রাখি উৎসবে মাতলেন মোদি, দেশজুড়ে সেনাদের রাখি বাঁধলেন বোনেরা
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও রাখি পরালেন একাধিক স্কুলের ছাত্রদের।
শনিবার দেশজুড়ে পালিত হল রাখি বন্ধন উৎসব। ভাই ও বোনের এই প্রীতিবন্ধন উৎসব অনুষ্ঠিত হল প্রধানমন্ত্রীর বাসভবনেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাখি পরালেন বিভিন্ন স্কুলের ছাত্রীরা।
শনিবার সকালে দেশবাসীকে রাখি বন্ধন উৎসবের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী মোদি। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "রাখী বন্ধনের উপলক্ষে বিশেষ শুভেচ্ছা।"
এদিন রাজধানীতে রাষ্ট্রপতি ভবনেও ছিল উৎসবের ঝলমলে আমেজ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একাধিক স্কুলের খুদে ছাত্রদের রাখি পরালেন।
Published By: Kishore GhoshPosted: 05:44 PM Aug 09, 2025Updated: 05:51 PM Aug 09, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
