Advertisement
জীবনের নতুন ইনিংস শুরু অভিনেতা খরাজপুত্র বিহুর, পাত্রীকে চেনেন?
কেমন হল খরাজপুত্রের বউভাতের অনুষ্ঠান? দেখে নিন ছবি।
২৫ নভেম্বর গাঁটছড়া বেঁধেছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়ের ছেলে বিহু অর্থাৎ তমোঘ্ন মুখোপাধ্যায়। পাত্রী অঙ্কনা দাশ তথা রোজা। যিনি কিনা সম্পর্কে সাংসদ পার্থ ভৌমিকের বোন। তমোঘ্ন ও অঙ্কনা যদিও আইনি বিয়ে সেরেছিলেন বেশ কয়েক বছর আগেই।
চলতি মাসের ২৫ তারিখ সামাজিকভাবে বিয়ের পর ২৮ নভেম্বর অর্থাৎ শুক্রবার আয়োজিত হল শহরে তাঁদের রিসেপশনের অনুষ্ঠান। এদিনের এই বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন ইন্ডাস্ট্রির বিশিষ্টজনেরা। এককথায় বলা যায় বসেছিল চাঁদের হাঁট।
বাবা খরাজ মুখোপাধ্যায় পেশায় অভিনেতা হলেও ছেলে বিহু কিন্তু অভিনয় নয় বরং বেছে নিয়েছেন গানবাজনা। সঙ্গীতই তাঁর জীবনের ধ্যানজ্ঞান। আর সেই সঙ্গীতের সুরে সুরেই অঙ্কিতার সঙ্গে বাঁধা পড়েছিলেন তিনি। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে দু'জনের আলাপ। বন্ধুত্ব থেকে তা পড়ে প্রেমের সম্পর্কে মোড় নেয়।
অঙ্কনা ও তমোঘ্ন একসঙ্গে গানবাজনা করেছেন দীর্ঘদিন। একসঙ্গে 'মোক্ষ' গানের ব্যান্ড চালিয়েছেন। তাঁদের গানের দল বেশ জনপ্রিয়ও ছিল।
দু'জনেই কাজের ব্যস্ততার মাঝে বিয়ের পরিকল্পনা করেছেন। রিসেপশন শেষে ঠিক পরের দিন অর্থাৎ শনিবার তাঁদের মুম্বই ফিরে যাওয়ার কথা।
এদিন অতিথিদের তালিকায় চোখ রাখলেও কম চমক মেলে না। নবদম্পতিকে নতুন জীবনের শুভেচ্ছা জানাতে এসেছিলেন ইন্ডাস্ট্রির বিশিষ্টজনেরা। এসেছিলেন অভিনেতা-রাজনীতিবিদ ব্রাত্য বসু।
Published By: Arani BhattacharyaPosted: 09:25 PM Nov 28, 2025Updated: 02:55 PM Nov 29, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
