Advertisement
'হ্যালো স্কটল্যান্ড...', 'ফ্যামিলি ম্যান' দেবের বিদেশ সফরের রঙিন সব মুহূর্ত দেখুন
অ্যাকশন নয়, স্কটল্যান্ডে পরিবার নিয়ে ব্যস্ত দেব, রঙিন মেজাজে 'রোমি'ও যেন 'ফ্যামিলি ম্যান'।
'ফ্যামিলি নিয়ে ব্যস্ত, অ্যাকশন পরে হবে', দিন দুয়েক আগেই ঘোষণা করে সপরিবারে লন্ডন ছেড়েছেন দেব। সেইসময়েই টলিউড সুপারস্টার জানিয়েছিলেন যে, এবার স্কটল্যান্ডের উদ্দেশে রওনা হচ্ছেন তাঁরা।
বৃহস্পতিবার স্কটল্যান্ড থেকেই একগুচ্ছ ছবি দিয়ে সপরিবারে একফ্রেমে ধরা দিলেন অভিনেতা। দেবের ব্যস্ত জীবনের অবসরে এ যেন একটু খোলা হাওয়া।
উল্লেখ্য, 'প্রজাপতি ২' ছবির শুটিং শেষ করে মঙ্গলবার রাতেই শহরে পা রেখেছেন পরিচালক অভিজিৎ সেন-সহ গোটা টিম। তবে দেবকে তাঁদের সঙ্গে দেখা যায়নি।
কারণ টলিউড সুপারস্টার বর্তমানে মা-বাবা এবং বোনকে নিয়ে স্কটল্যান্ডে ঘুরতে গিয়েছেন। আর সেই সফরেরই নানা রঙিন মুহূর্ত শেয়ার করে 'এমনি এমনি'ই শোরগোল ফেলে দিলেন অভিনেতা-সাংসদ।
লন্ডনে 'প্রজাপতি ২' ছবির প্রথমার্ধের শিডিউল শুট শেষ। অতঃপর একেবারে নিশ্চিন্ত মনে পারিবারিক সময় কাটাতে দেখা গেল টলিউড সুপারস্টারকে।
কোনও ফ্রেমে মা-বাবার মিষ্টি মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন তিনি। আবার কোনও ফ্রেমে দেবকে দেখা গেল ক্যাজুয়াল মুডে।
জানা গেল, এডিনবরা, স্টারলিং ক্যাসেল, গ্লাসগোর মতো স্কটল্যান্ডের জনপ্রিয় ট্যুরিস্ট স্পটগুলি পরিবারের সঙ্গে ঘুরে দেখবেন টলিউড তারকা।
Published By: Sandipta BhanjaPosted: 04:22 PM Jul 17, 2025Updated: 04:22 PM Jul 17, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
