Advertisement
'আহা নায়িকা যেন শরতের শ্বেতপদ্ম!', শরীরী হিল্লোলে চমক তৃণার
হাতে পদ্ম, সিক্ত বসনে নেটপাড়ায় উষ্ণতা ছড়ালেন তৃণা।
মহালয়ার ভোরে টেলিভিশনের পর্দায় মা অন্নপূর্ণা রূপে ধরা দেবেন তৃণা সাহা। অভিনেত্রীকে মহালয়ার ভোরে এই নতুন রূপে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক।
তৃণা নিজেও এমন এক চরিত্রে অভিনয় করতে পেরে আপ্লুত। রিল লাইফে তাঁর সঙ্গে মহাদেবের ভূমিকায় রয়েছেন ইন্দ্রজিৎ বসু। বর্তমানে টেলিভিশনের পর্দায় তাঁদের জুটি হিসেবে দেখছেন দর্শক।
ক্যামেরার সামনে তৃণার এক্সপ্রেশন, নানা শরীরী বিভঙ্গী তৈরি করল মাদকতা। যা অভিনেত্রীর অনুরাগীদের মনে ঝড় তুলেছে ইতিমধ্যেই।
অভিনয়ের পাশাপাশি সোশাল মিডিয়ায় বরাবরই তৃণার একটা আলাদা জনপ্রিয়তা আছে। তাঁর নানা ছবি ও রিল ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়।
Published By: Arani BhattacharyaPosted: 05:35 PM Sep 16, 2025Updated: 06:07 PM Sep 16, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
