উফ গরম! মেদহীন শরীরে চড়া রোদকে টেক্কা দিলেন টলিপাড়ার 'মিস দাস'
একাধিক ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। তাতেই শোরগোল নেটদুনিয়ায়।
Tap to expand
একে রোদের তাপ, তার উপরে আবার তুহিনা দাসের মেদহীন শরীর। তাতেই শোরগোল নেটদুনিয়ায়। চাবুক ফিগারে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অভিনেত্রী।
Tap to expand
'মিস দাস', এই তুহিনার ইনস্টাগ্রাম প্রোফাইলের নাম। তাতেই একাধিক ছবি শেয়ার করেছেন। 'কিলার অ্যাবস'-এ বোল্ড ওয়েব দুনিয়ার 'দময়ন্তী'।
Tap to expand
কাঁথির মেয়ে তুহিনা। ফ্যাশন নিয়ে পড়াশোনার জন্যই নাকি তাঁর কলকাতায় আসা। আবার অভিনয়ের প্রতিও অমোঘ আকর্ষণ। বাংলা সিনেমায় তুহিনার সফর শুরু হয় 'আসছে আবার শবর' সিনেমার উমা হিসেবে।
Tap to expand
এর পরই অপর্ণা সেনের নজরে পড়েন তুহিনা। তাঁর পরিচালনায় তৈরি 'ঘরে বাইরে আজ' সিনেমায় পান বৃন্দার চরিত্র। বিপরীতে দুই নায়ক যিশু সেনগুপ্ত ও অনির্বাণ ভট্টাচার্য।
Tap to expand
২০২০ সালে হইচই প্ল্যাটফর্মের গোয়েন্দা সিরিজ 'দময়ন্তী'তে নাম ভূমিকায় অভিনয় করেন তুহিনা। এর পর মৈনাক ভৌমিকের 'ব্রেকআপ স্টোরি'তে দেখা যায় তাঁকে।
Tap to expand
'অভিযান' সিনেমায় ওয়াহিদা রহমানের চরিত্রে অভিনয় করেছিলেন তুহিনা। অভিনেত্রীকে শেষবার দেখা গিয়েছিল হইচইয়ের ওয়েব সিরিজ 'রক্তবিলাপ'-এ। ছবি: ইনস্টাগ্রাম।
Published By: Suparna MajumderPosted: 04:02 PM Jun 09, 2024Updated: 04:45 PM Jun 09, 2024
একাধিক ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। তাতেই শোরগোল নেটদুনিয়ায়।