Advertisement
উত্তাপের আবহে বিশ্বকাপে মুখোমুখি ভারত-বাংলাদেশ, বৈভবের সঙ্গে নজরে 'ডেল স্টেইন' হেনিল
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচে ডেল স্টেইনের ভক্ত হেনিল ১৬ রানে পাঁচ উইকেট দখল করে।
বাংলাদেশে ভারত-বিদ্বেষ এই মূহূর্তে আকাশচুম্বী। বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে না দেওয়ার কারণে সেই বিরোধিতা আরও তীব্র হয়েছে।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে আসতে নারাজ বাংলাদেশ। এই উত্তপ্ত আবহের মধ্যেই শনিবার অনূর্ধ্ব ১৯ ওয়ান ডে বিশ্বকাপে গ্রুপ 'বি'-এর ম্যাচে ভারত খেলতে নামছে বাংলাদেশের বিরুদ্ধে।
বিশ্বকাপ অভিযান দারুণভাবে শুরু করেছে ভারতের ছোটরা। বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রকে ৬ উইকেটে উড়িয়ে দিয়েছে তারা। অন্যদিকে, ছোটদের বিশ্বকাপে বাংলাদেশের তাদের প্রথম ম্যাচ খেলতে নামছে।
এমনিতে ধারে এবং ভারে বাংলাদেশের তুলনায় অনেকটাই এগিয়ে ভারতীয় দল। তবে প্রথম ম্যাচে অধিনায়ক আয়ুষ মাত্রে এবং ১৪ বছরের বৈভব সূর্যবংশী রান পায়নি। ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয় অভিজ্ঞান কুণ্ডু।
সে অপরাজিত ৪২ রান করে। বল হাতে যুক্তরাষ্ট্রের ইনিংসকে গুটিয়ে দেয় হেনিল প্যাটেল। ডেল স্টেইনের ভক্ত হেনিল ১৬ রানে পাঁচ উইকেট দখল করে। বাংলাদেশের বিরুদ্ধেও ভারতের প্রধান অস্ত্র হতে চলেছে সে।
বৈভব সূর্যবংশী, আয়ুষ মাত্রেদের নিয়ে মাতামাতি আছে ঠিকই। তবে বিশ্বকাপে ভারতের অন্যতম শক্তি হতে হেনিল। প্রথম ম্যাচে রান পায়নি বৈভব ও আয়ুষ। সেখানে ভারতকে ম্যাচ জেতায় ১৮ বছরের হেনিল।
ম্যাচের পর সে বলে, "ডেল স্টেনের থেকে আমি আগ্রাসী মনোভাব শিখেছি। উনি এত ভালো বল করতেন যে কোনও ব্যাটার তাঁর বল খেলতে পারত না।" শুধু বাংলাদেশের বিরুদ্ধে নয়, বিশ্বকাপজুড়েই হেনিলের এই আগ্রাসন কাজে লাগবে।
২০০৭ সালে গুজরাটের ভালসাদ অঞ্চলে জন্ম। বড় হওয়া জুজওয়া গ্রামে। জেলা স্তর ও রাজ্যস্তরে ক্রিকেটের পর জাতীয় দলে সুযোগ পান। নতুন বলের মুভমেন্ট ও ধারাবাহিকতার জন্য নির্বাচকদের নজরে পড়েন। তবে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংও করতে পারেন।
হেনিলের সবচেয়ে বড় শক্তি তার শৃঙ্খলা। ঘণ্টার পর ঘণ্টা পরিশ্রম করে যেতে পারে। বোলিং অ্যাকশনও দারুণ। সব মিলিয়ে বয়সভিত্তিক পর্যায়েই নজর কাড়ে। সেখান থেকে বিশ্বকাপে সাফল্য।
Published By: Arpan DasPosted: 11:00 AM Jan 17, 2026Updated: 11:11 AM Jan 17, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
