Advertisement
ঘনিষ্ঠ দৃশ্যে অস্বস্তি 'সেক্স বম্ব' উরফি, গওহারের! ওয়েব সিরিজের প্রস্তাব ফেরান আর কোন নায়িকা?
উরফি সম্প্রতি নিজে এই দাবি করেন।
সিনেমার তুলনায় ওয়েব সিরিজে সেন্সর বোর্ডের কাঁচি চলে কম। তাই ওয়েব সিরিজে হিংসা, যৌনতা নিয়ে কাটাছেঁড়া হয় কম। সুতরাং সহজে জনপ্রিয়তার আশায় এই ধরনের উত্তেজক দৃশ্য বেশি দেখানো হয়।
হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস OTT’ শোয়ে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। তবে সেসব এখন অতীত। এখন উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি। সোশাল মিডিয়ায় নানা ছবি ও ভিডিও আপলোড করেন তিনি।
নিজের খোলামেলা এবং উদ্ভট পোশাকের জন্য হামেশাই খবরের শিরোনামে থাকেন উরফি। কবে কী কাণ্ড সোশ্যাল মিডিয়া ঘটাচ্ছেন। তা নিয়ে উৎসাহের অন্ত নেই। কেউ কেউ উরফির ফ্যাশন সেন্সের প্রশংসা করেন, তবে বেশিরভাগই মানুষই তাঁর খোলামেলা পোশাকের বিরুদ্ধে। অনেকে উরফির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি তোলেন। সেই উরফিরই নাকি ঘনিষ্ঠ দৃশ্যে 'না'।
উরফির দাবি, তিনি একাধিক ওয়েব সিরিজে অভিনয়ের প্রস্তাব পান। কিন্তু প্রত্যেকটি চিত্রনাট্যে একাধিক ঘনিষ্ঠ দৃশ্য ছিল। আর তাতে আপত্তি থাকায় সে কারণেই নাকি ওয়েব সিরিজে অভিনয় করা হল না তাঁর।
টেলিপর্দার জনপ্রিয় মুখ গওহার খান। তবে বিয়ের পর থেকেই বলিউডি লাইমলাইটের থেকে শতহস্ত দূরে তিনি। যে অভিনেত্রী একসময়ে আইটেম ডান্স, সঞ্চালনায় ঝড় তুলে দিয়েছিলেন, তাঁকে এখন আর সিরিয়াল, সিনেমা-সিরিজে পাওয়া যায় না। বরং ইসমাইল দরবারের ছেলের সঙ্গে ঘরকন্নায় মন দিয়েছেন তিনি। উপরন্তু মা হিসেবে বর্তমানে দায়িত্বও বেড়েছে। সংসারই তাঁর একমাত্র ধ্যানজ্ঞান বর্তমানে। সেই গওহর খান নাকি স্রেফ ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করবেন না বলে একের পর এক ওয়েব সিরিজের প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
জনপ্রিয় টিভি অভিনেত্রী এরিকা ফার্নান্ডেজ। কখনও সোনাক্ষীর চরিত্রে, কখনও প্রেরণার চরিত্রে, এরিকা প্রতিবারই তাঁর চরিত্র দিয়ে মানুষের মন জয় করেছেন। গত কয়েক বছর আগে অভিনয় থেকে বিরতি দিয়েছেন। সম্প্রতি বি-টাউনের কাস্টিং কাউচ নিয়ে মুখ খোলেন তিনি। জানা গিয়েছে, ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়েরও নাকি প্রস্তাব ফিরিয়েছেন তিনি।
'ঝনক' সিরিয়াল দিয়ে কাজ শুরু। জনপ্রিয়তাও পান তিনি। সেই হিবা নবাব নাকি বেশ কয়েকটি ওটিটি প্ল্যাটফর্মে কাজের সুযোগ পান। তবে সম্প্রতি সাক্ষাৎকারে দাবি করেন, ওই ওয়েব সিরিজগুলিতে একাধিক ঘনিষ্ঠ দৃশ্য ছিল। যা অভিনেত্রী এবং তাঁর পরিবারের জন্য অস্বস্তিকর। আর সে কারণেই নাকি এককথায় প্রস্তাব ফেরান।
'শ্বশুরাল সিমার কা ২' অভিনেত্রী তানিয়া শর্মা ছবি কিংবা ওয়েব সিরিজের প্রয়োজনে যেকোনও দৃশ্যায়ন যে হতে পারে, তাতে বিশ্বাসী। তবে ব্যক্তিগতভাবে তিনি খুব বেশি খোলামেলা দৃশ্যে অভিনয় করতে চান না। তার ফলে সিরিয়ালেই কাজ শেষ। আর ওয়েব সিরিজে কাজ করা হয়নি তানিয়ার।
Published By: Sayani SenPosted: 06:02 PM Jan 19, 2026Updated: 06:02 PM Jan 19, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
