Advertisement
আলিবাগে ফের বিরাট সম্পত্তির মালিক কোহলি, বিরুষ্কার নতুন জমির দাম শুনলে চমকে যাবেন!
চার বছর আগেও আলিবাগে জমি কিনেছিলেন বিরুষ্কা।
ব্যাট হাতে দুরন্ত ফর্মে রয়েছেন। এবার জীবনের বাইশ গজেও বড়সড় ইনিংস খেলে শিরোনামে উঠে এলেন বিরাট কোহলি। তবে এক্ষেত্রে সঙ্গে রয়েছেন কোহলিপত্নী অনুষ্কা শর্মাও।
বিরাট বিনিয়োগ করে খবরের শিরোনামে বিরুষ্কা। সম্প্রতি তাঁরা মহারাষ্ট্রের আলিবাগে ৫ একর জমি কিনেছেন। যার দাম শুনলে চমকে যাবেন। ৩৭.৮৬ কোটি টাকা।
রায়গড় জেলার আওয়াস সমুদ্রসৈকতের কাছে অবস্থিত জিরা গ্রাম। সেখানেই রয়েছে তাঁদের জমি। যার মূল দামের সঙ্গে যুক্ত হয়েছে স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন ফি। সব মিলিয়ে খরচ হয়েছে ৪০ কোটির কাছাকাছি।
প্রসঙ্গত, চার বছর আগে তাঁরা আলিবাগে প্রায় প্রায় ১৯ কোটি টাকা খরচ করে ৮ একর জমি কিনেছিলেন। সেখানে তাঁদের রাজকীয় বাংলোয় রয়েছে সুইমিংপুল, বাগান, পার্কিং ও স্টাফ।
জানা গিয়েছে, প্রথম প্লটটির আয়তন প্রায় ১৪,৭৪০ বর্গমিটার। দ্বিতীয় প্লটটি প্রায় ৬,২৭০ বর্গমিটার। সব মিলিয়ে মোট জমির পরিমাণ ২১,০১০ বর্গমিটার।
এত বড় জমি তিনি কিনলেন কেন, এ ব্যাপারে অবশ্য জানাননি তারকা দম্পতি। তবে ভবিষ্যতে বিরুষ্কার কোনও বড়সড় পরিকল্পনা আছে বলেই মনে করছেন অনেকেই।
জানা গিয়েছে, ১৩ জানুয়ারি বিরাট-অনুষ্কা জমির রেজিস্ট্রি করিয়েছিলেন। রেজিস্ট্রেশন ফি বাবদ তাঁরা দিয়েছিলেন ৩০ হাজার টাকা। সম্প্রতি বিজয় হাজারে ট্রফিতে নামার আগে আলিবাগে ট্রেনিং করেছিলেন। তখনই হয়তো নতুন জমি কেনার সিদ্ধান্ত নিয়েছিলেন।
আলিবাগের সমুদ্রতট কে না ভালোবাসেন! সেলিব্রিটিদের বরাবরই পছন্দের এই জায়গা। এখানকার যোগাযোগ ব্যবস্থাও উন্নত। এখান থেকে মুম্বইয়ের দূরত্ব ৯৮.৬ কিমি। তাই অনেকেই পরিবারের সঙ্গে এখানে ছুটি কাটাতে যান।
আলিবাগে তো বটেই, কোহলির বাড়ি রয়েছে মুম্বই, গুরুগ্রাম, বেঙ্গালুরুতেও। সম্প্রতি গুরুগ্রামের বাড়ির পাওয়ার অফ অ্যাটর্নি তাঁর দাদা বিকাশ কোহলিকে করেছেন তিনি। বিরাটের অনুপস্থিতিতে সমস্ত সিদ্ধান্ত এবার থেকে নিতে পারবেন তিনি।
Published By: Prasenjit DuttaPosted: 07:53 PM Jan 17, 2026Updated: 09:30 PM Jan 17, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
