Advertisement
সাতপাকে বাঁধা পড়লেন 'স্মার্ট দিদি' নন্দিনী, জীবনের নতুন ইনিংসে সঙ্গী কে?
শক্ত হাতে ডালহৌসিতে ভাতের হোটেল সামলান নন্দিনীদি।
পরনে জিনস ও টপ। কানে ব্লুটুথ। কখনও রান্না করছেন। আবার তাড়াহুড়ো করে কখনও খাবার পরিবেশন করছেন। তবে মুখে লেগে মিষ্টি হাসি। ডালহৌসি পাড়ার ছোট্ট ভাতের হোটেলের 'স্মার্ট দিদি নন্দিনী' এখন সোশাল মিডিয়ায় বিপুল জনপ্রিয়।
ইউটিউবারদের সৌজন্যে ফুটপাথের অন্যান্য দোকানিদের তুলনায় অনেক বেশি জনপ্রিয় তিনি। সোশাল মিডিয়ায় হু হু করে বেড়েছে তাঁর জনপ্রিয়তা। ফলোয়ার্সের সংখ্যা বাড়ছে ক্রমাগত।
সেই নন্দিনীদিই শুরু করলেন জীবনের নতুন ইনিংস। সাত পাকে বাঁধা পড়লেন তিনি। সম্প্রতি সোশাল মিডিয়ায় তাঁর বিয়ের ছবি প্রকাশ্যে এসেছে।
দোলের দিন বিয়ে করেন নন্দিনী। সকালে গায়ে হলুদের ছবিও সোশাল মিডিয়ায় ভাইরাল। হলুদ শাড়ি, হাতে শাঁখা-পলায় একেবারে মোহময়ী নন্দিনী। সঙ্গে তাঁর মনের মানুষ রুদ্রকেও দেখা গিয়েছে।
বিয়ের সাজের বাঁধা ছক ভেঙেছেন নন্দিনী। গতে বাঁধা লাল বেনারসি নয়। গাঢ় বেগুনি রঙের শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজ পরেছিলেন। সঙ্গে সোনালি ওড়না এবং শোলার মুকুট। সোনার গয়নায় বাঙালি বধূ বেশে মালাবদল সারেন।
Published By: Sayani SenPosted: 05:14 PM Mar 23, 2025Updated: 05:14 PM Mar 23, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ