মণিরুল ইসলাম, উলুবেড়িয়া: গ্যাস বেলুন ফোলানোর সময় সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হল এক মহিলার। আহত আরও চারজন। তাঁদের মধ্যে রয়েছে এক শিশুও। একজনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার সন্ধ্যায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাওড়ার পেঁড়ো থানার হরিশপুর গ্রামে। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
পুলিশ জানিয়েছে মৃতের নাম বৈশাখী বাগ। বয়স ৩২ বছর। তাঁর বাড়ি পেঁড়ো থানা এলাকাতেই। মেলা ঘুরতে এসেছিলেন তিনি। এছাড়া আহতদের মধ্যে রয়েছেন গ্যাস বেলুন বিক্রেতা নেপাল দলুই। তাঁর অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের জেরে বা পা হারিয়েছেন তিনি। তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এছাড়া আমতা হাসপাতালে ভর্তি একজন মহিলা। আরও দুই আহত উদয়নারায়নপুর স্টেট জেলা হাসপাতালে ভর্তি। আহতদের মধ্যে শিশুটির চোখে আঘাত রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।
মঙ্গলবার কাছারিতলা এলাকায় একটি কালী মন্দিরে বাৎসরিক কালীপুজো ছিল। সেই উপলক্ষ্যে একটি ছোটখাটো মেলা বসে। কিছু দোকানদার মালপত্র নিয়ে বসেন। সেখানেই গ্যাস বেলুন বিক্রি করছিলেন নেপাল দলুই। গ্যাস বেলুন স্টলের পাশেই ছিল একটি ফুচকার স্টল। সেখানেই ফুচকা খাচ্ছিলেন বৈশাখী। আশেপাশে আরও কয়েকজন ছিলেন। আচমকা সিলিন্ডার বিস্ফোরণ হয়। প্রচণ্ড শব্দে সকলেই চমকে ওঠেন। বৈশাখী-সহ আরও কয়েকজন অভিঘাতে ছিটকে পড়েন। শব্দ ছুটে আসেন আশেপাশের উপস্থিত লোকেরা। পূর্ণিমা ও নেপালকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে বৈশাখীকে মৃত বলে জানান চিকিৎসকরা। ঘটনায় বাকরুদ্ধ সকলে।