সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংয়ের (Brij Bhushan Sharan Singh) বিরুদ্ধে এবার বিস্ফোরক প্রমাণ পেশ করল দিল্লি পুলিশ। সূত্রের খবর, দিল্লি পুলিশ যে চার্জশিট পেশ করেছে তার সঙ্গে প্রমাণ হিসাবে জমা দিয়েছে মোট একাধিক ছবি এবং ভিডিও। যা কিনা যৌন হেনস্তার অকাট্য প্রমাণ বলে দাবি করা হচ্ছে।
দিল্লি পুলিশের (Delhi Police) একটি দল গত বৃহস্পতিবার রাউস অ্যাভিনিউ কোর্টে গিয়ে ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জশিট পেশ করে। প্রায় ১৫০০ পাতার চার্জশিটে মহিলাদের শ্লীলতাহানি, যৌন হেনস্তা-সহ বেশ কয়েকটি ধারার উল্লেখ রয়েছে। তবে পকসোর (POCSO) আওতায় থাকা অভিযোগ খারিজ করার সুপারিশ করেছে পুলিশ। দিল্লি পুলিশ সূত্রের খবর, প্রায় ১৫০ জনের সাক্ষ্য রেকর্ড করা হয়েছে। তার মধ্যে রয়েছেন ছ’জন কুস্তিগির, যাঁরা ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ করেছেন।
[আরও পড়ুন: এবার রাজনীতিতে দেশের প্রাক্তন ক্রিকেটার! নামতে পারেন লোকসভা নির্বাচনেও]
এই ছ’জন কুস্তিগিরের মধ্যে ৪ জন যৌন হেনস্তার প্রমাণ হিসাবে ছবি এবং ৩ জন ভিডিও পুলিশের কাছে জমা দিয়েছেন। এই ছবিগুলো পদক বিতরণী অনুষ্ঠান ও খেলার সময় তোলা। দিল্লি পুলিশ সেই প্রমাণগুলিও আদালতে জমা দিয়েছে। এছাড়া অন্য সাক্ষীদের (Sakshi Malik) কাছ থেকে কিছু ছবি জোগাড় করা হয়েছে। আগামী ২২ জুন মামলার পরবর্তী শুনানি। সেদিন ওই প্রমাণগুলি প্রকাশ্যে আসতে পারে।
[আরও পড়ুন: ৫৪৬ রান! টেস্টে শতাব্দীর সবচেয়ে বড় জয় বাংলাদেশের, ইতিহাসে লিটনরা]
এ খবর প্রকাশ্যে আসার পর ফের ব্রিজভূষণকে তোপ দেগেছেন কুস্তিগিরদের নেত্রী সাক্ষী মালিক। তিনি বলছেন, নাবালিকার উপর চাপ দিয়ে তাঁর বয়ান বদলে দিয়েছেন ব্রিজভূষণ। তবে তিনি ছাড় পাবেন না। যদিও এই দাবি অস্বীকার করেছেন নাবালিকা কুস্তিগিরের বাবা। সাক্ষীরা বলছেন, তাঁদের লড়াই বিজেপির বিরুদ্ধে নয়, ব্রিজভূষণের বিরুদ্ধে। বিজেপি নেতারাও তাঁদের এই লড়াইয়ে সাহায্য করছেন।