shono
Advertisement

Breaking News

Tarapith Temple

তারাপীঠ মন্দির চত্বরে বেআইনি নির্মাণ! রুখতে কলকাতা হাই কার্টে জনস্বার্থ মামলা

তারাপীঠ মহাশ্মশানের কাছে আবর্জনা ফেলার জায়গায় কংক্রিটের একটি নির্মাণ গড়া নিয়ে কিছু দিন ধরে বিতর্ক শুরু হয়েছে।
Published By: Paramita PaulPosted: 10:19 AM Mar 13, 2025Updated: 10:21 AM Mar 13, 2025

গোবিন্দ রায়: বীরভূমের তারাপীঠ মন্দির প্রাঙ্গণে বেআইনি নির্মাণের অভিযোগ। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের। বুধবার মামলাকারীর আইনজীবী দ্রুত শুনানির আর্জি জানান প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে। তাঁর দাবি, মন্দির এলাকার পাশে একমাত্র শ্মশান থাকতে পারে। কোন নির্মাণ কাজ করা যায় না। চলতি সপ্তাহে মামলার শুনানির সম্ভবনা।

Advertisement

উল্লেখ্য,তারাপীঠ মহাশ্মশানের কাছে আবর্জনা ফেলার জায়গায় কংক্রিটের একটি নির্মাণ গড়া নিয়ে কিছু দিন ধরে বিতর্ক শুরু হয়েছে। নির্মাণের প্রতিবাদে বিক্ষোভে নামে বীরভূম জেলা বিজেপি। তাদের তরফে মাটি ফেলে বন্ধ করে দেওয়া হয় নির্মাণের জন্য খোঁড়া গর্ত। স্থানীয়দের একাংশের অভিযোগ, তারাপীঠ মহাশ্মশানে বৈষ্ণব সম্প্রদায়ের সমাধিস্থলের উপর আবর্জনা ফেলার জায়গায় কংক্রিটের স্থায়ী নির্মাণ করছে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ।

বৈষ্ণব সম্প্রদায়ের মৃত সদস্যদের সমাধির উপর ওই নির্মাণ তৈরি হচ্ছে বলে অভিযোগ করে বিজেপি। তারা এ-ও অভিযোগ করে বৈষ্ণব সম্প্রদায়কে হেয় করতে পরিকল্পিত ভাবে কংক্রিটের স্থায়ী নির্মাণ করা হচ্ছে। যদিও সেচ দপ্তর তরফে আবার ওই কাজ শুরু হয়েছিল। এ বার সে নিয়ে মামলা দায়ের হল হাই কোর্ট।মামলাকারীর দাবি, মন্দিরের পাশে শুধুমাত্র শ্মশান রয়েছে। অন্য কোনও নির্মাণ নেই। সেখানকার পরিবেশ নষ্ট করার জন্য কংক্রিটের নির্মাণ উঠছে। আদালত যেন নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেয়, এই আবেদন করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বীরভূমের তারাপীঠ মন্দির প্রাঙ্গণে বেআইনি নির্মাণের অভিযোগ।
  • বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের।
  • বুধবার মামলাকারীর আইনজীবী দ্রুত শুনানির আর্জি জানান প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে।
Advertisement