shono
Advertisement

Breaking News

বিয়ারের নাম গডফাদার, প্রতিবাদে সোচ্চার রাজধানী

ঘটনায় কোনও মন্তব্য করতে চায়নি উত্তর ভারতের জনপ্রিয় এই বিয়ার প্রস্তুতকারক সংস্থা। The post বিয়ারের নাম গডফাদার, প্রতিবাদে সোচ্চার রাজধানী appeared first on Sangbad Pratidin.
Posted: 06:52 PM Jul 02, 2016Updated: 01:22 PM Jul 02, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ারের নাম ‘গডফাদার’!
আর, সেই নামকরণের জেরেই এবার মামলা উঠল দিল্লি হাই কোর্টে। এক স্বেচ্ছাসেবি সংস্থা আদালতে আপিল জানাল, এই বিয়ার তৈরি, সরবরাহ এবং বিক্রি করে দেওয়া যেন বন্ধ করে দেওয়া হয়!
কারণ একটাই- বিয়ারের নামের সঙ্গে জুড়ে থাকা গড এবং ফাদার শব্দদুটি ধর্মীয় বিশ্বাস এবং নীতিবোধে না কি আঘাত হানছে!
”মদের এরকম নাম দেওয়া ঘোরতর নীতিবিরুদ্ধ। এই নামকরণে যেমন ঈশ্বরের ভাবমূর্তি কলঙ্কিত হচ্ছে, তেমনই কলুষিত হচ্ছে পিতৃত্ব সংক্রান্ত ধারণাই! ওই বিয়ার কোম্পানি তাই মানবিকতার সাক্ষাৎ শত্রু”, জানিয়েছেন ‘জন চেতনা মঞ্চ’-এর প্রধান দেবীন্দ্র সিং।
শুধু তাই নয়, দেবীন্দ্র দাবি তুলেছেন, একটি বিখ্যাত ইংরেজি এবং একটি বিখ্যাত হিন্দি দৈনিকে বিজ্ঞপ্তি দিয়ে এই নামকরণের জন্য ক্ষমা চাইতে হবে সংস্থাকে!
জানা গিয়েছে, পরের সপ্তাহে আদালতে এই মামলার শুনানি হবে!
ঘটনায় কোনও মন্তব্য করতে চায়নি উত্তর ভারতের জনপ্রিয় এই বিয়ার প্রস্তুতকারক সংস্থা।

Advertisement

The post বিয়ারের নাম গডফাদার, প্রতিবাদে সোচ্চার রাজধানী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement