সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার বিমানে দেশের এক শহর থেকে অন্য শহরে যাওয়ার খরচ আরও বাড়ল৷ এ দেশের ছোট ছোট শহরগুলিকে একে অপরের সঙ্গে যুক্ত করতে বিমান পরিষেবার ব্যবস্থা করা হবে৷ আর ছোট শহরের বিমানবন্দরগুলিকে ঢেলে সাজাতে প্রয়োজন অর্থ৷ সেই কারণেই এবার বৃদ্ধি পাচ্ছে বিমান ভাড়া৷
যদিও সে অঙ্ক খুব একটা বেশি নয়৷ আপনি যে বিমানের টিকিট কেটেছেন, যদি তার সব টিকিট বিক্রি হয়ে গিয়ে থাকে তবে অতিরিক্ত অর্থ হিসেবে ৫০ টাকার বেশি খরচ হবে না৷ আর যদি বিমানে যাত্রী সংখ্যা কম থাকে, সেক্ষেত্রে অতিরিক্ত ১০০ টাকা যাবে আপনার পকেট থেকে৷ আপনার যাত্রাপথের দূরত্ব যত বাড়বে, বিমান ভাড়াও সেই অনুযায়ী বৃদ্ধি পাবে৷ কেন্দ্রীয় সরকারের তরফে ভাড়ার একটি তালিকা তৈরি করা হয়েছে৷ ১০০০ কিলোমিটার বিমান যাত্রার টিকিট মূল্য সাড়ে সাত হাজার টাকা৷ দেড় হাজার কিলোমিটার যাত্রাপথের জন্য বিমানযাত্রীকে খরচ করতে হবে আট হাজার টাকা৷ তার চেয়ে বেশি দূরত্বের ক্ষেত্রে বিমানের ভাড়া হবে সাড়ে আট হাজার টাকা৷ সরকারের আশা, আন্তর্দেশীয় বিমান ভাড়া বৃদ্ধি পেলে বছরে প্রায় ৪০০ কোটি টাকা ঘরে তোলা যাবে৷ যা ছোট শহরগুলির বিমানবন্দরের উন্নতি খাতে ব্যয় করা হবে৷ দেশের প্রতিটি নাগরিককে বিমানযাত্রার সুযোগ করে দেওয়ার জন্যই এমন উদ্যোগ৷
‘রিজিওনাল কানেকটিভিটি স্কিম’ ঘোষণার সময় বলা হয়েছিল, মাত্র ২৫০০ হাজার টাকার বিনিময়ে একঘণ্টার বিমান যাত্রার সুযোগ পাবেন সাধারণ মানুষ৷ সেই প্রতিশ্রুতিকেই বাস্তবায়িত করতে তৎপর সরকার৷ আগামী চার বছরে দেশের প্রতিটি প্রান্তের মোট ৫০টি বিমানবন্দরকে নতুন করে গড়ে তোলা হবে বলে জানানো হয়েছে৷
The post বিমানবন্দরের মানোন্নয়নের জন্য বাড়ছে বিমান ভাড়া appeared first on Sangbad Pratidin.