সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঠের মাঝেই ফুটবলারের সশব্দ বাতকর্ম! বুঝুন কাণ্ড! এ ঘটনা কমেডি ছবির স্ক্রিপ্টে থাকলে হাসতে হাসতে দর্শকদের পেটে খিল ধরতে পারত৷ কিন্তু বাস্তবে শাস্তির মুখে পড়তে হল ফুটবলারটিকে৷
ফুটবল মাঠে বিপক্ষের ফুটবলারকে খারাপভাবে ট্যাকল করলে বা রেফারির সঙ্গে বচসায় জড়ালে সাধারণত হলুদ বা লাল কার্ড দেখতে হয় ফুটবলারকে৷ কিন্তু এমন ঘটনা কি কেউ কখনও শুনেছেন৷ ম্যাচ চলাকালীন মাঠের মধ্যেই সশব্দে বাতকর্ম! আর তার জন্য দ্বিতীয়বার হলুদ কার্ড দেখলেন অ্যাডাম লিনডিন৷
সুইডেনে একটি নবম ডিভিশনের ফুটবল ম্যাচে পার্সাজেন এসকে দলের হয়ে খেলছিলেন অ্যাডাম৷ বিপক্ষের ফুটবলারকে ফাউল করায় ৬৫ মিনিটে একবার হলুদ কার্ড দেখে ফেলেছিলেন তিনি৷ তারপরই এমন অদ্ভূত কাণ্ড করে বসেন৷ আর তাতেই দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাঁকে৷ নিজের কৃতকর্মে অবশ্য এতটুকুও লজ্জিত নন সুইডিশ অ্যাডাম৷ বরং এমন কাজের জন্য তাঁকে কার্ড দেখানোয় বেশ অবাক হয়েছেন তিনি! ম্যাচ শেষে বলছেন, “আমার পেটে সমস্যা ছিল৷ তাই বাতকর্ম করতে বাধ্য হয়েছিলাম৷ তারপরই আমায় হলুদ কার্ড ও লাল কার্ড দেখানো হল৷ জীবনে এমন অদ্ভূত অভিজ্ঞতা এর আগে কখনও হয়নি৷ রেফারিকে জিজ্ঞেস করি, মাঠে কি বাতকর্মের অনুমতি নেই? রেফারি বলেন ‘না’৷”
হলুদ কার্ড দেখানোর কারণ ব্যাখ্যা করে রেফারি ড্যানি ক্যাকো বলেন, “আমার মনে হয়েছিল বিপক্ষের ফুটবলারকে বিব্রত করার জন্য ইচ্ছাকৃতভাবে এমনটা করেছেন অ্যাডাম৷ এটা একেবারেই অখেলোয়াড়োচিত আচরণ৷ সেই কারণেই আমি ওঁকে কার্ড দেখাই৷ তবে একথা ঠিক যে মাঠে বাতকর্মের জন্য সাধারণত কার্ড দেখানো হয় না৷ তবে মাঠের মধ্যে প্রস্রাব করলে তা অবশ্যই কার্ড দেখার মতোই ফাউল৷
The post সশব্দে বাতকর্ম, লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন ফুটবলার! appeared first on Sangbad Pratidin.