সোমনাথ রায়, নয়াদিল্লি: সুপ্রিম কোর্ট স্বস্তি দিয়েছে। ‘মোদি পদবি’ মামলায় আপাতত নিজেকে নির্দোষ বলে দাবি করতে পারেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। এমনকী আদালত স্বস্তি দেওয়ায় সাংসদ পদও ফিরে পেয়েছেন রাহুল গান্ধী। কিন্তু রাহুলের সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হল না। কোন যুক্তিতে তাঁর সাংসদ পদ ফেরানো হল? প্রশ্ন তুলে ফের মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে।
শীর্ষ আদালতে অশোক পাণ্ডে নামের এক আইনজীবী ওই মামলা দায়ের করেছেন। তাঁর দাবি, রাহুল একটি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় সাংসদ পদ হারিয়েছেন। ১৯৫১ সালের জনপ্রতিনিধি আইন অনুযায়ী কোনও জনপ্রতিনিধি যতদিন না পুরোপুরি নির্দোষ প্রমাণিত হচ্ছেন, ততদিন তাঁর পদ ফেরানো যায় না। তাহলে কোন যুক্তিতে রাহুলের সাংসদ পদ ফেরানো হল?
[আরও পড়ুন: জি২০ সম্মেলনে বিশ্বকে স্বাগত জানাবে ২৮ ফুট উচ্চতার নটরাজ!]
উল্লেখ্য, মোদি পদবি মামলায় রাহুলের শাস্তিতে স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে, রাহুলের মামলায় বিস্তারিত শুনানির প্রয়োজন। যতদিন না সেই শুনানি সম্পূর্ণ হচ্ছে, ততদিন তাঁর শাস্তি স্থগিত রাখা হবে। শীর্ষ আদালত শাস্তি স্থগিত করে দেওয়ায় রাহুলের সাংসদ পদ ফিরিয়ে দিয়েছে সংসদের সচিবালয়ও। কিন্তু সেটা নিয়েই এবার প্রশ্ন তুলে দিলেন অশোক পাণ্ডে নামের ওই আইনজীবী। তাঁর দাবি, রাহুলের শাস্তি পুরোপুরি খারিজ করেনি শীর্ষ আদালত। অর্থাৎ তিনি এখনও পুরোপুরি নির্দোষ প্রমাণিত হননি। তাই তাঁর সাংসদ পদ ফেরানো আইনবিরুদ্ধ।
[আরও পড়ুন: বদলে যাচ্ছে দেশের নাম! রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে INDIA-র পরিবর্তে BHARAT, তুঙ্গে বিতর্ক]
উল্লেখ্য, সাংসদ পদ ফেরত পাওয়ার পর সংসদের অধিবেশনেও অংশ নিয়েছেন রাহুল গান্ধী। সংসদে মণিপুর নিয়ে তাঁর বক্তব্য শিরোনামেও এসেছিল। এমনকী রাহুলকে সরকারি বাংলো ফেরানোর প্রক্রিয়াও শুরু হয়েছে।