সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গৌতম গম্ভীরের প্রত্যাবর্তনে কলকাতা নাইট রাইডার্সে একইসঙ্গে নস্ট্যালজিয়া ও আবেগের ফল্গুধারা। সেই সুর ধরা পড়ল ভক্তদের সঙ্গে গম্ভীরের আলাপচারিতার সময়ে। এক ভক্ত কলকাতা নাইট রাইডার্সের মেন্টরকে উদ্দেশ্য করে গান ধরলেন, ''তোমায় হৃদমাঝারে রাখব, ছেড়ে দেব না।''
গম্ভীর ছোঁয়ায় বদলে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স শিবির। প্লে অফের দরজা প্রায় খুলেই ফেলেছে নাইটরা। শনিবার ইডেন গার্ডেন্সে কলকাতা বনাম মুম্বই। তার আগে গম্ভীরের প্রতি ভক্তদের আর্তি, ''আমাদের আর ছেড়ে যাবেন না।''
[আরও পড়ুন: ‘এটাই আমার শেষ বছর’, ভাইরাল রোহিত-অভিষেকের কথোপকথন, বাধ্য হয়ে ডিলিট করল কেকেআর]
বিশ্বজয়ীর মুকুট পরে গৌতম গম্ভীর এই শহরে এসেছিলেন ক্রিকেটের ভাগ্যান্বেষণে। এই শহর তাঁকে খালি হাতে ফেরায়নি। যে শহর নিজের সৌরভের কীর্তির শরিক হতে পারেনি, সেই শহর হৃদয় উপুড় করে দিয়েছে সেই গম্ভীরকে। নাইট অধিনায়ক হিসেবে গম্ভীর দুবার আইপিএল চ্যাম্পিয়ন করেছেন কলকাতাকে। দিল্লি ছেড়ে কলকাতা হয়ে গিয়েছে গম্ভীরের হৃদয়ের রাজধানী।
ক্রিকেটার গম্ভীরের সময় সেই কবেই ফুরিয়েছে। মেন্টর গম্ভীর লখনউ হয়ে আবারও ফিরেছেন তাঁর পুরনো শহরে। তাঁর ছোঁয়ায় কল্লোলিনী আবার তিলোত্তমা হয়েছে। এবারের আইপিএলে মেঘের উপর দিয়ে হাঁটছে কলকাতা। মুম্বই ম্যাচের আগে এক ভক্ত কলকাতা মেন্টরকে বলছেন, ''আপনি যখন কেকেআর ছেড়ে চলে যান, তখন আমরা কতটা ব্যথিত হয়েছিলাম, তা বলে বোঝাতে পারব না। আমি এই বাংলা গান আপনাকে উৎসর্গ করতে চাই, তোমায় হৃদমাঝারে রাখব, ছেড়ে দেব না।''
যে ভক্ত এই গানটি গাইলেন, সেই সুর ধরে আরেক ভক্ত গম্ভীরকে বলেন, ''ও যে গানটা গাইল তার অর্থ হল তোমার আসন আমার হৃদয়ে। আমি তোমাকে হারাতে পারব না। এই আবেগ এখানকার সবার।''
ভক্তদের এহেন হৃদয়ের ডাক আর কী করে উপেক্ষা করতে পারেন গম্ভীর! ক্রিকেটার হিসেবে শহরের হৃদয় তো আগেই পেয়ে গিয়েছেন তিনি। এবার মেন্টর গম্ভীর শহর কলকাতাকে নিয়ে যেতে চান অন্য এক উচ্চতায়। নজিরও গড়তে চান তিনি। খেলোয়াড় হিসেবে কেকেআরকে চ্যাম্পিয়ন করার পরে মেন্টর হিসেবে নাইটদের সেরার সেরা করতে চান গম্ভীর। শহর কলকাতা তাঁকে উজাড় করে দিচ্ছে ভালোবাসা। গম্ভীরের লক্ষ্য আইপিএল জয়। এই শহর, ভক্তদের বিমুখ করতে চান না তিনি।