সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাফালে ইস্যুতে নতুন অস্ত্র হাতে পাওয়ার পরই নতুন উদ্যমে আসরে নামলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। রাফালে চুক্তিতে দুর্নীতির অভিযোগ তুলে, রাহুল এদিন আরও সুর চড়ালেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। বললেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অনিল আম্বানি যুগ্মভাবে ভারতীয় সেনা বাহিনীর উপর ১ লক্ষ ৩০ হাজার কোটি টাকার সার্জিক্যাল স্ট্রাইক করেছেন।
[রিলায়েন্স ডিফেন্সের নাম প্রস্তাব করে ভারত, রাফালে ইস্যুতে বিস্ফোরক ওলাদঁ]
শুরু থেকেই রাফালে ইস্যুতে আন্দোলনের পথে নেমেছিলেন কংগ্রেস সভাপতি। লোকসভার আগে সেই আক্রমণ আরও তীব্র করতে ইতিমধ্যেই কমিটি গড়ে ফেলেছে কংগ্রেস। এরই মধ্যে নতুন অস্ত্র ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ ওলাদেঁর মন্তব্য। রাহুল আগে থেকেই অভিযোগ করছিলেন, সরকারি সংস্থা এইচএএল (HAL) এর পরিবর্তে অনিল আম্বানির সংস্থাকে বরাত পাইয়ে দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। রাহুলের সেই অভিযোগেই কার্যত সিলমোহর দেন তৎকালীন ফ্রান্স প্রেসিডেন্ট। ফ্রাসোয়াঁ ওলাদঁ। তিনি বলেন, রাফালে যুদ্ধবিমান কেনার অঙ্গ হিসাবে নির্মাতা সংস্থা দাসাল্ট এভিয়েশনের ভারতীয় সহযোগী হিসাবে অনিল আম্বানির রিলায়েন্স ডিফেন্সের নাম প্রস্তাব করেছিল ভারত সরকারই। এ বিষয়ে ফরাসি সরকার বা দাসাল্ট এভিয়েশনের কোনও পছন্দ-অপছন্দ ছিল না। প্রাক্তন ফরাসি প্রেসিডেন্টের এই মন্তব্যের পরই আরও সুর চড়ান কংগ্রেস সভাপতি।
[লাগাতার জঙ্গি হামলায় বীতশ্রদ্ধ ভারত, পাকিস্তানের সঙ্গে বাতিল বৈঠক]
শনিবার সকালে একটি টুইটে রাহুল মন্তব্য করেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শহিদদের বলিদানকে অসম্মান করেছেন। নরেন্দ্র মোদি এবং অনিল আম্বানি যৌথভাবে নিরাপত্তা বাহিনীর উপর ১ কোটি ৩০ লক্ষ টাকার সার্জিক্যাল স্ট্রাইক করেছেন। আপনার লজ্জা হওয়া উচিত। আপনি ভারতের স্বত্বার সঙ্গে বেইমানি করেছেন।” এরপর অবশ্য বিজেপির তরফে পালটাও এসেছে। ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্টের বক্তব্যকে সেভাবে গুরুত্ব দিতে চাইছে না বিজেপি।
The post প্রধানমন্ত্রী ভারতীয় সেনার উপর সার্জিক্যাল স্ট্রাইক করেছেন, তীব্র আক্রমণ রাহুলের appeared first on Sangbad Pratidin.