shono
Advertisement

মোদির পছন্দে আপত্তি অধীরের! পরবর্তী CBI প্রধান পদে ৩ নাম নিয়ে আলোচনা

সিবিআই প্রধান হওয়ার দৌড়ে এগিয়ে বিজেপি ঘনিষ্ঠ কর্ণাটকের ডিজিপি।
Posted: 12:05 PM May 14, 2023Updated: 12:08 PM May 14, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকার পক্ষ তিনটি নাম প্রস্তাব করেছিল। কিন্তু তাতে রাজি হননি বিরোধী পক্ষের প্রতিনিধি অধীর চৌধুরী। যার জেরে সিবিআইয়ের (CBI) পরবর্তী প্রধান নিয়োগ নিয়ে জটিলতা। যদিও ওই তিনজনের মধ্যে থেকেই একজনকে শেষপর্যন্ত পরবর্তী সিবিআই প্রধান হিসাবে বেছে নেওয়া হতে পারে বলে সূত্রের খবর।

Advertisement

বর্তমান সিবিআই প্রধান সুবোধকুমার জয়সওয়ালের চাকরির মেয়াদ মে মাসের ২৫ তারিখ শেষ হচ্ছে। সরকার চাইলে তাঁর কার্যকাল আরও এক বছর বাড়িয়ে দিতে পারে। কিন্তু কেন্দ্রের তরফে এখনও তেমন কোনও ইঙ্গিত দেওয়া হয়নি। বরং শনিবার পরবর্তী সিবিআই প্রধান বেছে নেওয়ার জন্য বৈঠকে বসেছিল নিয়োগ কমিটি। তিন সদস্যের ওই কমিটিতে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিরোধী দলনেতা অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury)।

[আরও পড়ুন: সাত মাসে ৪ রাজ্যে হার, চাপ নাড্ডার উপর! খাড়গে সভাপতি হতেই সাফল্যের সরণিতে কংগ্রেস]

সূত্রের খবর, সিবিআই প্রধান হিসাবে তিনজনের নাম প্রস্তাব করেছে কেন্দ্র। কর্নাটকের বর্তমান ডিজিপি প্রবীণ সুদ, ডিজি এনআইএ (NIA) দীনকর গুপ্ত এবং মধ্যপ্রদেশের ডিজিপি সুধীর সাক্সেনা। এদের মধ্যে অভিজ্ঞতার নিরিখে সবচেয়ে এগিয়ে কর্ণাটকের ডিজিপি প্রবীণ সুদ। তাঁর সঙ্গে কর্ণাটকের কংগ্রেস নেতৃত্বের সম্পর্ক একেবারেই ভাল নয়। এর আগে ডিকে শিবকুমারকে গ্রেপ্তার করার সময় তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। মনে করা হচ্ছে কর্ণাটকে কংগ্রেস সরকার প্রতিষ্ঠিত হলেই প্রবীণকে সরিয়ে দেওয়া হবে। তাই কেন্দ্র চাইছে তাঁকে আগেভাগে সিবিআই প্রধান করে দিতে। কিন্তু প্রবীণের নামে ওই বৈঠকে আপত্তি জানান অধীর।

[আরও পড়ুন: ‘পিকে’র সঙ্গী থেকে রাহুলের ‘মেঘনাদ’, চিনে নিন কংগ্রেসের কর্ণাটক জয়ের নেপথ্য নায়ককে]

শুধু প্রবীণের নামে নয়, সরকার যে তিনজনের নাম প্রস্তাব করেছে তাঁদের মধ্যে কোনও মহিলা বা সংখ্যালঘু নেই। তাতেই বিশেষ আপত্তি লোকসভার কংগ্রেস (Congress) দলনেতার। অধীরের আপত্তিতে এখনও সিবিআই প্রধানের নাম চূড়ান্ত হয়নি বলে সূত্রের খবর। তবে শেষমেশ সরকারের সিদ্ধান্তেই সিলমোহর পড়বে বলে ধারণা ওয়াকিবহাল মহলের। সেক্ষেত্রে পরবর্তী সিবিআই প্রধান হতে পারেন প্রবীণ সুদই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement