shono
Advertisement

‘যুদ্ধজাহাজ এবার দেশেই তৈরি করব’, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় একাধিক অঙ্গীকার হাসিনার

দেশের নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনীকে সবরকম সুবিধা দেওয়ারও আশ্বাস দেন তিনি।
Posted: 03:38 PM Dec 30, 2020Updated: 03:46 PM Dec 30, 2020

সুকুমার সরকার, ঢাকা: ‘আমরা যুদ্ধ না চাইলেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখব।’ বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে চট্টগ্রামে বাংলাদেশ নোভাল অ্যাকাডেমির (বিএনএ) অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে কৃতি প্রশিক্ষণার্থীদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পুরস্কার তুলে দেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মহম্মদ শাহীন ইকবাল।

Advertisement

বাংলাদেশ নৌবাহিনীর মিডশিপম্যান-২০১৮ আলফা এবং ডিইও-২০২০ ব্রাভো ব্যাচের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ, ২০২০ উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখান বক্তব্য রাখতে গিয়ে হাসিনা বলেন, ‘আমরা স্বাধীন। সবসময় স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলব। আমরা আমাদের স্বাধীনতা (independence) ও সার্বভৌমত্ব (sovereignty) রক্ষার সবরকম প্রস্তুতি নেব। আমরা শান্তি চাই, যুদ্ধ চাই না। কিন্তু, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সব ধরনের উদ্যোগ এবং প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। সেভাবেই আমরা আমাদের প্রতিটি বাহিনীকে গড়ে তুলছি।’

[আরও পড়ুন: আন্তর্জাতিক চাপেও অনড় বাংলাদেশ, ভাসানচরের উদ্দেশে রওনা রোহিঙ্গাদের দ্বিতীয় দল ]

আগামীতে নিজস্ব শিপ ইয়ার্ডে যুদ্ধজাহাজ তৈরির পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন,‘অতীতের কোনও সরকার সমুদ্রসীমা উদ্ধারের বিষয়ে কোনও উদ্যোগ নেয়নি। আমরা এই উদ্যোগ নিয়েছি এবং সফল হয়েছি। ২৭টি যুদ্ধজাহাজ ও সাবমেরিনে এখন ত্রিমাত্রিক বাহিনী হয়েছে নৌবাহিনী। আমরা সরকারে আসার পরই খুলনা শিপ ইয়ার্ড নৌবাহিনীর হাতে তুলে দিই। আমাদের ডকইয়ার্ড চট্টগ্রামে এবং নারায়ণগঞ্জে। এবার নিজস্ব শিপইয়ার্ডে আমরা যুদ্ধজাহাজও (warships) তৈরি করব। যার কাজ ইতিমধ্যে আমরা কিছু কিছু শুরুও করেছি। তাছাড়া কক্সবাজারের পেকুয়াতে আমরা সাবমেরিন ঘাঁটি নির্মাণ করছি। নৌবাহিনীকে আরও শক্তিশালী করবার জন্য নৌবাহিনীতে মোট ২৭টি যুদ্ধ জাহাজ এনেছি। ২০১৭ সালে আমরা নৌবহরে ২টি অত্যাধুনিক সাবমেরিন যোগ করি। ফলে, আমরা বাংলাদেশ নৌবাহিনীকে একটি পূর্ণ ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তরিত করতে সক্ষম হয়েছি।’

বঙ্গবন্ধুর স্মৃতিচারণা করে প্রধানমন্ত্রী বলেন, “জাতির পিতা বলেছিলেন, ‘যে জাতি নিজেকে সম্মান করতে পারে না। আত্মমর্যাদা রক্ষা করতে পারে না। সে জাতি দুনিয়ায় কখনও বড় হতে পারে না। সেই জন্য আমরা আত্মমর্যাদা বিশিষ্ট জাতি হিসেবে বাস করতে চাই। আমরা অন্য কারও ব্যাপারে হস্তক্ষেপ করতে চাই না। অন্য কেউ আমাদের ব্যাপারে হস্তক্ষেপ করুক তাও আমরা চাই না।”

[আরও পড়ুন: লন্ডন থেকে এলে কোয়ারেন্টাইন বাধ্যতামূলক, ঘোষণা বাংলাদেশের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement