সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৮২তম প্রতিষ্ঠা দিবসে সিআরপিএফ (CRPF) -এর সমস্ত আধিকারিক ও সদস্যদের শুভেচ্ছা জানালেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নায়ডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেশের সুরক্ষার জন্য তাঁদের আত্মবলিদানের কথা স্বীকার করে আরও সাফল্যের জন্য প্রার্থনা করলেন।
সোমবার সকালে প্রধানমন্ত্রী টুইট করেন, ‘অসাধারণ এই বাহিনীর ৮২তম প্রতিষ্ঠা দিবসে সিআরপিএফের সমস্ত সদস্যকে শুভেচ্ছা জানাই। একদম সামনের সারিতে দাঁড়িয়ে দেশকে সুরক্ষা দেন তাঁরা। সবাই এই বাহিনীর সাহস ও পেশাদারিত্বের প্রশংসা করেন। আগামী বছরগুলিতে সিআরপিএফ আরও উদাহরণ তৈরি করুক এই কামনাই করি।’
[আরও পড়ুন: সাচ্চা রামভক্ত! অযোধ্যার ভূমি পুজোয় যোগ দিতে ৮০০ কিলোমিটার হাঁটছেন মুসলিম যুবক]
উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নায়ডু টুইট করেন, ‘দেশের শান্তি রক্ষার কাজে ব্যস্ত থাকা সিআরপিএফ আজ তাদের ৮২তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে। দেশের নিরাপত্তার রক্ষার ক্ষেত্রে তাদের নিষ্ঠা ও কর্তব্যপরায়ণতা নজির তৈরি করেছে। এই উৎসবের মুহূর্তে সমস্ত সদস্য ও তাঁদের পরিবারকে শুভেচ্ছা জানাই।’
প্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রপতির মতোই সিআরপিএফের ভূয়সী প্রশংসা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তিনি টুইট করেন, ‘সিআরপিএফ হল বীরত্ব, সাহস ও ত্যাগের প্রতীক। যতদিন যাচ্ছে সিআরপিএফ দেশকে গর্বিত করছে। কোভিড-১৯ (COVID-19) -এর এই ভয়াবহ সময়ে সমাজের প্রতি তাদের অবদান অনস্বীকার্য। ৮২তম প্রতিষ্ঠা দিবসে লক্ষ লক্ষ ভারতীয়ের মতো আমিও আমাদের বীর সিআরপিএফ সদস্য ও তাঁদের পরিবারকে শুভেচ্ছা জানাই।’
১৯৩৯ সালে ২৭ জুলাই ক্রাউন রিপ্রেজেনটেটিভ’স পুলিশ রূপে পথচলা শুরু হয়েছিল সিআরপিএফের। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৪৯ সালের ২৮ ডিসেম্বর নাম বদলে হয় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। তারপর থেকে বারবার দেশের রক্ষার কাজে নজির গড়েছে এই বাহিনী।
[আরও পড়ুন: চিনের সঙ্গে সংঘাতের আবহেই আমজনতার জন্য সিয়াচেনের দরজা খুলল ভারতীয় সেনা]
The post ‘সামনে দাঁড়িয়ে থেকে দেশকে সুরক্ষা দেয় CRPF’, আধাসামরিক বাহিনীর প্রতিষ্ঠা দিবসে কুর্নিশ মোদির appeared first on Sangbad Pratidin.