shono
Advertisement

ফেব্রুয়ারির শুরুতে প্রচারে ঝড় তুলতে রাজ্য আসছেন মোদি, যোগী

জানুয়ারির শেষে আবারও রাজ্য সফরে অমিত শাহ৷ The post ফেব্রুয়ারির শুরুতে প্রচারে ঝড় তুলতে রাজ্য আসছেন মোদি, যোগী appeared first on Sangbad Pratidin.
Posted: 08:33 PM Jan 25, 2019Updated: 08:33 PM Jan 25, 2019

রূপায়ণ গঙ্গোপাধ্যায়:  এরাজ্যে নরেন্দ্র মোদি এবং যোগী আদিত্যনাথের জনসভার চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করল বিজেপি৷ আগামী ২ ফেব্রুয়ারি রাজ্যে আসছেন মোদি৷ দু’টি বড় জনসভা করবেন ঠাকুরনগর ও দুর্গাপুরে৷ অন্যদিকে, গণতন্ত্র বাঁচাও সভা করতে দু’দিনের বাংলা সফরে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ চারটি বড় জনসভার কর্মসূচি রয়েছে তাঁর। ৩ ফেব্রুয়ারি দু’টি সভা করবেন বাঁকুড়া ও পুরুলিয়ায়। ৫ ফেব্রুয়ারি আরও দু’টি জনসভা করবেন বালুরঘাট ও রায়গঞ্জে৷

Advertisement

[অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাট, টালিগঞ্জে ছড়াল আগুন আতঙ্ক ]

সূত্রের খবর, ঠাকুরনগরে জনসভার আগে মতুয়া মহাসংঘে প্রধান বড়মা বীণাপানি দেবীর সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ নেবেন তাঁর আশীর্বাদ৷ মতুয়া ভোট ব্যাংক যে তাঁদের অন্যতম টার্গেট, মালদহের জনসভা থেকেই তা স্পষ্ট করে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ সেখানে তিনি ঘোষণা করেন, নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করে হিন্দু বাংলাদেশী শরণার্থীদের ভারতের নাগরিকত্ব পাওয়ার পথ প্রশস্ত করেতে চায় বিজেপি সরকার৷ শাহের এই বক্তৃতার লক্ষ্য যে এ রাজ্যের মতুয়া ভোট ব্যাংক, তা বুঝতে অসুবিধা হয়নি রাজনৈতিক বিশ্লেষকদের৷ পাশাপাশি, এই মতুয়া ভোট ব্যাংক দীর্ঘদিন ধরেই রয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের দখলে৷ ফলে বিজেপিকে তাঁরাও পালটা হুঁশিয়ারি দিয়ে রেখেছেন৷ তৃণমূলের অন্দরের খবর, এদিন প্রধানমন্ত্রীর উদ্দেশে কালো পতাকা দেখিয়ে প্রতিবাদের করার প্রস্তুতি নিচ্ছেন সমর্থকরা৷

[প্রয়াত হোমিওপ্যাথির ‘জাদুকর’ রামকৃষ্ণ ঘোষ মণ্ডল]

রাজ্য বিজেপি সূত্রে খবর, জনসভা করতে আবারও রাজ্যে আসবেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ আগামী ২৯ জানুয়ারি পূর্ব মেদিনীপুরের কাঁথিতে জনসভা করবেন তিনি৷ এছাড়া ডায়মন্ডহারবারে জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। ঘাটাল ও আরামবাগের সভায় মূল বক্তা হিসেবে থাকবেন পশ্চিমবঙ্গের পাশের রাজ্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷ দমদমে সভা করবেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। উনিশের লড়াইয়ে এরাজ্যে পদ্ম ফোঁটার জমি শক্ত করতে দলের একগুচ্ছ হেভিওয়েট নেতাকে আসরে নামাচ্ছেন নরেন্দ্র মোদি, অমিত শাহরা। 

The post ফেব্রুয়ারির শুরুতে প্রচারে ঝড় তুলতে রাজ্য আসছেন মোদি, যোগী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement