shono
Advertisement

সুইডেন হামলার কড়া নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

পাশাপাশি জানান, সুইডেনবাসীর পাশেই রয়েছে ভারত। The post সুইডেন হামলার কড়া নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি appeared first on Sangbad Pratidin.
Posted: 08:59 AM Apr 08, 2017Updated: 04:45 PM Dec 18, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুইডেনে জঙ্গি হামলার কড়া ভাষায় নিন্দা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি জানালেন এই ঘটনার প্রেক্ষিতে ভারত সবর্দা সুইডেনবাসীর পাশেই রয়েছে। নিজের টুইটার হ্যান্ডেলে ঘটনার তীব্র নিন্দা করেন নমো।

Advertisement

[কমল হাসানের বাড়িতে অগ্নিকাণ্ড, কোনওমতে প্রাণে বাঁচলেন অভিনেতা]

তিনি লেখেন, ‘স্টকহোমের হামলার ঘটনাটি খুবই নিন্দনীয়। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনাও করি।’ এরপরেই অপর একটি টুইটে তিনি বলেন, ‘এই খারাপ সময়ে সুইডেনবাসীর পাশেই থাকবে ভারত।’ এদিকে, ঘটনাটি যেহেতু ভারতীয় দূতাবাসের খুব নিকটে হয়েছিল, তাই সেই নিয়ে অনেকেই উদ্বিগ্ন ছিলেন। কিন্তু পরে ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এক বিবৃতিতে বলেন, ‘ভারতীয় দূতাবাসের সব আধিকারিকরাই নিরাপদে রয়েছেন।’ সুইডেনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত মোনিকা মেহতা পরে এক সাক্ষাৎকারে ঘটনার ভয়াবহতার কথা জানাতে গিয়ে বলেন, ‘আমি হঠাৎই তীব্র আওয়াজ শুনতে পাই। তারপরেই দেখি রাস্তায় দু’জন পড়ে রয়েছেন। এছাড়া আরও তিনজন আহত হয়েছেন। ‘

শুক্রবার ব্রিটেনের ধাঁচেই হামলা চালানো হয় সুইডেনের রাজধানী স্টকহোমে। একটি মলের সামনে পথচারীদের পিষে দেয় একটি ট্রাক৷ এমনকী পথচারীদের লক্ষ্য করে বেশ কয়েকটি গুলিও ছোড়ে ট্রাকচালক৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গুলি চালিয়ে পালিয়ে যায় ঘাতক ট্রাকটির চালক৷ গোটা ঘটনাটির কড়া নিন্দা করেন সুইডেনের প্রধানমন্ত্রী। জানান, আহলেনস মলের এই ঘটনাটি ঘটিয়েছে সন্ত্রাসবাদীরা৷ একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি৷ ঘটনার পরেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ওই হামলার ছবি৷ বীভৎস ছবিগুলিতে দেখা যায় রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছেন মৃত ও আহতরা৷ এই ঘটনার এখনও পর্যন্ত দায় স্বীকার করেনি কোনও জঙ্গিসংগঠন৷ তবে ওই হামলার নেপথ্যে ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীর হাত রয়েছে বলে মনে করা হচ্ছে৷

[OMG! কপিল শর্মার শোয়ের জায়গায় আসছে সুনীলের নয়া শো]

এর আগে মার্চ মাসে এক বেপরোয়া গাড়ি পরপর কয়েকজনকে পিষে দিয়ে সজোরে ধাক্কা মারে ব্রিটিশ পার্লামেন্ট হাউসকে ঘিরে রাখা লোহার বেষ্টনীতে। এরপরই সংসদ ভবনে ঢোকার চেষ্টা করে গাড়ির চালক। কিন্তু এক পুলিশকর্মী গাড়িটি আটকানোর চেষ্টা করলে ছুরির আঘাতে তাঁকে জখম করে ওই আততায়ী চালক। তাঁর রক্তাক্ত দেহ লুটিয়ে পড়ে মাটিতে। এরপরই পরিস্থিতি বেগতিক বুঝে গুলি চালাতে শুরু করেন অন্যান্য পুলিশকর্মীরা। এলোপাথাড়ি গুলির আঘাতে মৃত্যু হয় ওই হামলাকারীর। ওই হামলায় প্রাণ হারান পাঁচ জন।

[লিন-গম্ভীর ঝড়ে উড়ে গেল গুজরাট, ১০ উইকেটে জয়ী কেকেআর]

The post সুইডেন হামলার কড়া নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement