shono
Advertisement

‘বিরোধীরা কাউকে গালাগালি করলে তাঁর উন্নতিই হয়, উদাহরণ আমি’, লোকসভায় মন্তব্য মোদির

বিরোধীদের সঙ্গে 'উটপাখি'র তুলনা প্রধানমন্ত্রীর।
Posted: 06:00 PM Aug 10, 2023Updated: 06:11 PM Aug 10, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবারই রাহুল গান্ধী (Rahul Gandhi) তাঁকে ‘ভারতমাতার খুনি’ বলে তোপ দেগেছিলেন। প্রত্যাশামতোই বৃহস্পতিবার মোদি (PM Modi) বিরোধীদের বিরুদ্ধে তীব্র সুরে আক্রমণের পথে গেলেন। একদিকে তাঁর সরকারের সাফল্যের খতিয়ান, অন্যদিকে ২০২৪ সালে আগের রেকর্ডও ভেঙে দিয়ে নতুন সরকার গড়ার দাবি। পাশাপাশি বিরোধীদের ‘অপশব্দে’র বিরুদ্ধে গর্জে উঠলেন তিনি। করলেন ব্যাঙ্গও। স্বমেজাজে ধরা দিলেন এনডিএ সাংসদদের তোলা ‘মোদি মোদি’ ধ্বনির মধ্যে।

Advertisement

এদিন মোদি বলেন, বিরোধীরা এমনকী এমনও স্লোগান দিয়েছেন ”মোদি তেরি কবরা খুদেগি।” অর্থাৎ মোদি, আপনার কবর খোঁড়া হবে। এই ধরনের ‘অপশব্দ’ প্রয়োগের তীব্র নিন্দা করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর বিরুদ্ধে যে ধরনের ‘অসংসদীয়, অপশব্দ’ ব্যবহার করা হয়েছে তাকে তিনি ‘টনিক’ হিসেবে ব্যবহার করেছেন।

[‘আরও পড়ুন: ‘ধৃতরাষ্ট্রের সামনেই দ্রৌপদীর বস্ত্রহরণ’, অনাস্থা প্রস্তাবে ‘অন্ধ’ মোদিকে কটাক্ষ অধীরের]

পাশাপাশি তিনি বলেন, বিরোধীদের আচরণ ‘উটপাখির মতো’। তাঁর মতে, বিরোধীরা যখনই কোনও কিছুর নিন্দা করেন, তখন তা আরও ভালভাবে উদ্ভাসিত হয়ে ওঠে। মোদিকে বলতে শোনা যায়, ”বিরোধীরা একধরনের ‘গোপন আশীর্বাদ করেন। তাঁরা কারও খারাপ কামনা করলে তাঁদের সঙ্গে ভালই হয়।” আর এরপরই তিনি বলেন, ”আমিই এর প্রমাণ যে বিরোধীরা যাঁকে গালাগালি করে, তাঁর উন্নতি হয়। ২০ বছর হয়ে গেল। কী না হল। কিন্তু উন্নতিই হয়েছে।”

এদিন বিরোধী ‘ইন্ডিয়া’ জোটকে আক্রমণ করতে গিয়ে মোদি সবচেয়ে বেশি কটাক্ষ করেন কংগ্রেসকে। শতাব্দীপ্রাচীন দলটির প্রতি যে বহু রাজ্যের মানুষ দীর্ঘদিন ধরে ‘অনাস্থা’ দেখিয়ে আসছে সেকথা বলেন তিনি। আর উদাহরণ হিসেবে উঠে আসে বাংলার কথাও। মোদি মনে করিয়ে দেন, শেষবার এখানে কংগ্রেস সরকার গড়েছিল ১৯৭২ সালে। একই ভাবে ত্রিপুরা, নাগাল্যান্ড-সহ নানা রাজ্যে কংগ্রেসের ব্যর্থতা প্রসঙ্গ তুলে ধরেন তিনি। বিরোধীরা তাঁর ভাষণের সময় স্লোগান দিতে থাকলে মোদি ব্যাঙ্গ করে বলেন, ”এবার থামুন। আপনারা ক্লান্ত হয়ে যাবেন।” প্রত্যাশামতোই এই আক্রমণের সমান্তরালে তাঁর সরকারের আমলে দেশের উন্নতির খতিয়ানও তুলে ধরলেন প্রধানমন্ত্রী। দাবি করলেন, ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতন্ত্র হিসেবে উঠে আসবে শীঘ্রই। 

[আরও পড়ুন: ‘অনাস্থা প্রস্তাব ঈশ্বরের আশীর্বাদ’, আরও বড় ব্যবধানে জেতার হুঙ্কার মোদির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement