সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন সফর সেরে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পরই সে দেশের পরিস্থিতি নিয়ে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বললেন তিনি। তবে শুধু ইউক্রেন নয়, দুজনের মধ্যে বাংলাদেশ নিয়েও কথা হয়। সেই কথোপকথনেও ঢাকায় হিন্দুদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরেন মোদি। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
সোমবার রাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী। এক্স হ্য়ান্ডেলে নিজেই সেই কথা জানান। লেখেন, 'মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আজ ফোনে কথা হল। আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে কথা হয়েছে। ইউক্রেনের পরিস্থিতি নিয়েও কথা হল। আমি জানিয়েছি, ইউক্রেনে দ্রুত শান্তি ও স্থিরতা ফেরাতে ভারত সমস্ত রকম সহযোগিতা করবে।'
[আরও পড়ুন: শয়ে শয়ে মিসাইল-ড্রোন হামলা! পুতিনকে রুখতে ‘বন্ধু’ ইউরোপীয় দেশগুলির সাহায্যপ্রার্থনা জেলেনস্কির]
শুধু ইউক্রেন নয়, দুজনের মধ্যে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও কথা হয়। এ প্রসঙ্গে মোদি লেখেন, 'আমাদের মধ্যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা হয়। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার বিষয় কথা হয়েছে। একইসঙ্গে বাংলাদেশে সংখ্য়ালঘু হিন্দুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার বিষয় নিয়েও কথা হয়েছে।'
সম্প্রতি ইউক্রেনস সফর সেরে দেশে ফিরেছেন মোদি। তার পরই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। শুধু তাই নয়, বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকে সে দেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার চলছে বলে অভিযোগ উঠছে। সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদে শপথ নেওয়ার পর ড. মহম্মদ ইউনুসের সঙ্গে ফোনে কথা বলেন মোদি। সেখানেও হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি উঠে আসে। এবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এ প্রসঙ্গে কথা বলে বিষয়টি আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দেওয়ার প্রথম পদক্ষেপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।