shono
Advertisement
National Sports Day 2024

'খেলার দুনিয়ায় উন্নতি করতে সদা সচেষ্ট সরকার', জাতীয় ক্রীড়া দিবসে খেলোয়াড়দের বার্তা মোদির

আগামী দিনে যুবপ্রজন্ম যেন খেলার দুনিয়ায় আরও এগিয়ে আসতে পারেন, সেটাও নিশ্চিত করতে চায় সরকার।
Published By: Anwesha AdhikaryPosted: 11:53 AM Aug 29, 2024Updated: 01:44 PM Aug 29, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হকি কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের জন্মদিনে প্রতি বছরের মতো এবারও পালিত হচ্ছে জাতীয় ক্রীড়া দিবস (National Sports Day 2024)। বৃহস্পতিবার এই বিশেষ দিন উপলক্ষে এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। ধ্যানচাঁদকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি দেশের সকল ক্রীড়াবিদকে বিশেষ বার্তা দিয়েছেন তিনি। বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় ভারতীয়দের পারফরম্যান্সের একটি ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেন প্রধানমন্ত্রী।

Advertisement

জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে বিশেষ বার্তায় মোদি জানান, যেসমস্ত ক্রীড়াবিদ বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করেছেন তাঁদের অবদানকে স্বীকৃতি দেওয়া উচিত। খেলার দুনিয়ায় বিশেষ ভূমিকা রয়েছে তাঁদের। পাশাপাশি দেশকে গর্বিত করেছে ক্রীড়াক্ষেত্রে তাঁদের পারফরম্যান্স। প্রধানমন্ত্রী আরও মনে করিয়ে দিয়েছেন, ক্রীড়াবিদদের জন্য আরও উন্নত সুযোগসুবিধার ব্যবস্থা করতে সরকার সবসময় সচেষ্ট।

[আরও পড়ুন: ভারের পরিবর্তে ‘আর্ট’, কলকাতা ফুটবলে গোললাইন প্রযুক্তির উদ্যোগ আইএফএর

এক্স হ্যান্ডেলের বার্তায় মোদি লেখেন, "জাতীয় ক্রীড়া দিবসে সকলকে শুভেচ্ছা জানাই। আজকের এই বিশেষ দিনে মেজর ধ্যানচাঁদজিকে আমার শ্রদ্ধার্ঘ্য। যাঁরা ভারতের হয়ে খেলেছেন, যাঁরা খেলা ভালোবাসেন তাঁদের সকলকে বাহবা জানানোর দিন আজ। ক্রীড়াক্ষেত্রের উন্নতিতে সরকার বদ্ধপরিকর। আগামী দিনে যুবপ্রজন্ম যেন খেলার দুনিয়ায় আরও এগিয়ে আসতে পারেন, নিজের পারফরম্যান্সের মাধ্যমে উজ্জ্বল হয়ে উঠতে পারেন- সেটাও নিশ্চিত করতে চায় সরকার।"

উল্লেখ্য, চলতি বছরে খেলাধুলোর দুনিয়ায় বহু সাফল্য পেয়েছে ভারত। টি-২০ বিশ্বকাপ জিতেছে মেন ইন ব্লু। প্যারিস অলিম্পিক থেকে ৬টি পদক জিতেছেন ভারতীয় অ্যাথলিটরা। বুধবার থেকে শুরু হওয়া প্যারা অলিম্পিকেও ভারতীয়দের পদক জয়ের আশা রয়েছে। প্রত্যেকটি দলের সঙ্গেই মোদি সাক্ষাৎ করেছেন, পাশে থাকার বার্তা দিয়েছেন। এবার জাতীয় ক্রীড়া দিবসেও একই বার্তা দিলেন প্রধানমন্ত্রী।

[আরও পড়ুন: জমকালো অনুষ্ঠানে শুরু প্যারা অলিম্পিক, ভারতীয় দলকে শুভেচ্ছা মোদি-নীরজের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ধ্যানচাঁদকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি দেশের সকল ক্রীড়াবিদকে বিশেষ বার্তা দিয়েছেন তিনি।
  • প্রধানমন্ত্রী আরও মনে করিয়ে দিয়েছেন, ক্রীড়াবিদদের জন্য আরও উন্নত সুযোগসুবিধার ব্যবস্থা করতে সরকার সবসময় সচেষ্ট।
  • চলতি বছরে খেলাধুলোর দুনিয়ায় বহু সাফল্য পেয়েছে ভারত। টি-২০ বিশ্বকাপ জিতেছে মেন ইন ব্লু। প্যারিস অলিম্পিক থেকে ৬টি পদক জিতেছেন ভারতীয় অ্যাথলিটরা।
Advertisement