shono
Advertisement

খাবেন ডাবের জল, ঘুমোবেন মেঝেতেই, রামমন্দির উদ্বোধনের আগে কঠোর সংযম মোদির

সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠছেন প্রধানমন্ত্রী।
Posted: 05:06 PM Jan 18, 2024Updated: 05:30 PM Jan 18, 2024

বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: খাদ্য বলতে কেবলই ডাবের জল। খাটে নয়, মেঝেতেই শুয়ে বিশ্রাম। রামমন্দির উদ্বোধনের (Ram Mandir Inauguration) আগে এভাবেই কঠোর সংযম করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রামলালার প্রাণ প্রতিষ্ঠার ১১ দিন আগে থেকেই সংযম করছেন তিনি। উল্লেখ্য, মন্দিরের (Ram Mandir) প্রাণ প্রতিষ্ঠার ‘পবিত্র দায়িত্বভার’ গিয়ে পড়েছে তাঁর কাঁধে। তাই ১১ দিন তিনি নানাবিধি বিধিনিষেধের মাধ্যমে ব্রত পালন করে ‘অন্তরের পবিত্রতাকে জাগ্রত’ করছেন প্রধানমন্ত্রী।

Advertisement

[আরও পড়ুন: দিল্লির বাংলো ছাড়তে নারাজ, উচ্ছেদ রুখতে হাই কোর্টে মহুয়া]

মোদির (Narendra Modi) নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের সূত্রে খবর, ১১ দিন ধরে ডাবের জল ছাড়া আর কোনও খাদ্য গ্রহণ করছেন না প্রধানমন্ত্রী। সকালে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে পড়ছেন। শুভ মুহূর্তে ঘুম থেকে উঠে ধ্যান করছেন। সাত্ত্বিক আহার করেই এই কয়েকটা দিন কাটাবেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, শাস্ত্রের ‘যাম নিয়ম’ অনুযায়ী সমস্ত নির্দেশ পালন করবেন তিনি।

অন্যদিকে সূত্রের খবর, ২২ জানুয়ারি নয়, তার আগেই অযোধ্যায় পৌঁছে যেতে পারেন নমো। জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী একদিন আগেই পৌঁছে যাবেন অযোধ্যায়। অর্থাৎ রাম জন্মভূমিতে নমো পৌঁছবেন আগামী ২১ জানুয়ারি, রবিবার। ইতিমধ্যেই তাঁর নয়া কর্মসূচি নির্ধারিত হয়েছে। ঘন কুয়াশার জেরে একের পর এক বিমান বাতিল হচ্ছে গোটা দেশে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ২২ জানুয়ারির অনুষ্ঠান নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না কর্তৃপক্ষ। ফলে প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকেও নয়া কর্মসূচি নেওয়া হয়েছে বলে খবর।

[আরও পড়ুন: শিবের মিছিলে ‘থুতু’! পাঁচ মাস জেলে মুসলিম যুবক, গুঁড়িয়ে দেওয়া হল বাড়ি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement