সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফরাসি বিমান প্রস্তুতকারক সংস্থা এয়ারবাসের থেকে ২৫০টি বিমান কিনবে এয়ার ইন্ডিয়া (Air India)। মঙ্গলবারই টাটার মালিকানাধীন সংস্থাটির সঙ্গে এই চুক্তি হল ফ্রান্সের সংস্থাটির। আর এই উপলক্ষেই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর (Emmanuel Macron) সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে মিলিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এরপরই টাটা সন্সের সভাপতি নটরাজন চন্দ্রশেখরন বিমান ক্রয় সংক্রান্ত ঘোষণাটি করেন।
তিনি জানিয়েছেন, ”আমাদের সঙ্গে এয়ারবাসের সম্পর্ক খুবই ভাল। আজ আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি আমরা একটি চিঠিতে স্বাক্ষর করেছি এয়ারবাসের কাছ থেকে ২৫০টি বিমান কিনতে চেয়ে।” এই চুক্তি নিয়ে আশাবাদী মোদিও। তিনি জানিয়েছেন, ভারত-ফ্রান্স দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এই চুক্তি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। প্রধানমন্ত্রীর কথায়, ”এই গুরুত্বপূ্র্ণ চুক্তি বুঝিয়ে দিল ভারত ও ফ্রান্সের মধ্যে তৈরি হওয়া গভীর সম্পর্ককে।”
[আরও পড়ুন: দড়ি দিয়ে বিছানায় বেঁধে বিকৃত যৌনাচার! মাঝবয়সি দম্পতির বিরুদ্ধে থানায় কলেজ পড়ুয়া]
উল্লেখ্য, গত ৮ বছরের ভারতের বিমানের সংখ্যা ৭৪ থেকে বেড়ে ১৪৭-এ পৌঁছেছে। অসামরিক বিমান পরিবহণের ক্ষেত্রে ভারত যে বিশ্বের অন্যতম বৃহৎ বাজারে পরিণত হতে চলেছে এই দাবিও এদিন করেন মোদি। এদিনের বৈঠকে মোদি, ম্যাক্রোঁ ও চন্দ্রশেখরন ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল ও অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও। ছিলেন টাটা গোষ্ঠীর চেয়ারপার্সন রতন টাটা।