সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশী বিশ্বনাথ মন্দির এবং মন্দির চত্বরে চামড়ার জুতো পরা নিষিদ্ধ। তাই মন্দিরের সেবায়েত এবং কর্মীরা খালি পায়েই চলাফেরা করেন। কাশী বিশ্বনাথ করিডর উদ্বোধন করতে গিয়ে বিষয়টি জানতে পেরেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) । এবার সেই সেবায়েত এবং কর্মীদের জন্য এক অনন্য উদ্যোগ নিলেন তিনি। পাঠালেন অভিনব উপহার।
জানা গিয়েছে, কাশী বিশ্বনাথ ধামের সেবায়েত এবং কর্মীদের জন্য ১০০ জোড়া পাটের জুতো (Jute Footware) তৈরির বরাত দেন প্রধানমন্ত্রী। রঙ-বেরঙের কারুকার্য করা সেই সমস্ত জুতো ইতিমধ্যে প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্রের অন্তর্গত মন্দিরের সেবায়েত এবং কর্মীদের কাছে পৌঁছেও গিয়েছে। প্রধানমন্ত্রীর পাঠানো উপহার পেয়ে স্বাভাবিকভাবেই খুশি মন্দিরের কর্মী এবং সেবায়েতরা। নাম প্রকাশে অনিচ্ছুক মন্দিরের এক কর্মী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আমরা খুবই খুশি। এটা আরও একবার প্রমাণ করে দিল প্রধানমন্ত্রী সকলের খুঁটিনাটির দিকে কতটা নজর রাখেন।
[আরও পড়ুন: নতুন পদ্ধতিতে ব্যাংক জালিয়াতি জামতাড়া গ্যাংয়ের, লক্ষাধিক টাকা খোয়ালেন অধ্যাপক]
প্রসঙ্গত, কাশী বিশ্বনাথ ধামের নয়া করিডর উদ্বোধন করতে দু’দিনের সফরে বারাণসী গিয়েছেন মোদি। সেখানে উদ্বোধনের অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি মন্দিরে পুজো দিয়েছিলেন তিনি। সময় কাটিয়েছিলেন মন্দিরের কর্মীদের সঙ্গেও। সেই সময়ই তাঁর নজরে আসে সেবায়েত এবং কর্মীদের খালি পায়ে চলাফেরার বিষয়টি। তার পরই ১০০ জোড়া জুতো উপহারের সিদ্ধান্ত নেন তিনি।
[আরও পড়ুন: COVID-19: তলানিতে অ্যান্টিবডি, রাজ্যে বুস্টার ডোজ প্রদানে অগ্রাধিকার প্রথম সারির করোনা যোদ্ধাদের]
প্রায় ৩৩৯ কোটি টাকা ব্যয়ে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে কাশী বিশ্বনাথ ধাম (Kashi Dham)। তার প্রথম পর্বের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির দাবি, ২০০-২৫০ বছর আগে কাশীর সংস্কারের কাজ হয়েছিল। তারপর এই প্রথম বিশ্বনাথ ধামের সংস্কারে এত কাজ হল।