shono
Advertisement
PM Modi

যোগ দিবসের ১০ দিন আগে দেশবাসীকে বিশেষ বার্তা, কী বললেন মোদি?

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। তার ১০ দিন আগেই দেশবাসীকে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 09:32 AM Jun 11, 2024Updated: 01:32 PM Jun 11, 2024

সোমনাথ রায়, নয়াদিল্লি: আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। তার ঠিক দশ দিন আগেই দেশবাসীকে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর কথায়, যোগাসন সমস্ত সীমানা অতিক্রম করে বিশ্বের সকল মানুষকে একত্রিত করেছে। বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ সুস্থতার সাধনায় ব্রতী হয়েছেন।

Advertisement

জোট শরিকদের সঙ্গে নিয়ে গত ৯ জুন, রবিসন্ধ্যায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন মোদি। তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি ভবনে ছিল চাঁদের হাট। তার পরই সোমবার নতুন মন্ত্রিসভার বৈঠক ডেকে কাজ শুরু করে দিয়েছেন নমো। আর আজ, মঙ্গলবার আন্তর্জাতিক যোগ দিবসের আগে বিশেষ বার্তা দিলেন তিনি। যোগাসন যে সবাইকে একত্রিত করার এক উপায় তা মনে করিয়ে দিয়ে এদিন এক্স হ্যান্ডেলে নমো লেখেন, 'আজ থেকে ১০ দিন পরই গোটা বিশ্ব দশম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করবে। এই অনুশীলন একতা এবং সম্প্রীতির উদযাপন। আজ, যোগব্যায়াম সাংস্কৃতিক এবং ভৌগোলিক সীমানা অতিক্রম করেছে। সমগ্র বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে সুস্থতার সাধনায় ব্রতী হয়েছেন।'

উল্লেখ্য, ২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রীর আসনে বসেছিলেন মোদি। সেবছরেরই ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রসংঘে ভাষণ দেওয়ার সময় তিনি ২১ জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব দেন। আর সেই বছরই তাঁর প্রস্তাব গ্রহণ ১১ ডিসেম্বর, রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ ওই দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে ঘোষণা করে। তার পর থেকেই নমোর আহ্বানে দেশ-বিদেশে কোটি কোটি মানুষ এই দিনে যোগ দিবস পালন করেন। 

বিশ্বব্যাপী ঐক্য গড়ে তুলতে যোগাসনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ তা সব সময়ই শোনা যায় মোদির গলায়। গত বছর আমেরিকা সফরে গিয়ে যোগ দিবস পালন করেছিলেন তিনি। রাষ্ট্রসংঘের সদর দপ্তরে যোগাসন করেন নমো। সেই প্রথমবার রাষ্ট্রসংঘের সদর দপ্তরে যোগ অধিবেশনের নেতৃত্বে ছিলেন মোদি। রাষ্ট্রসংঘের ১৮০টি সদস্য দেশের প্রতিনিধি থেকে শুরু করে কূটনীতিক, শিল্পী, শিক্ষাবিদ- সকলেই ওই যোগ অধিবেশনে যোগ দিয়েছিলেন। এছাড়াও রাষ্ট্রসংঘের শীর্ষ আধিকারিকরাও মোদির নেতৃত্বে যোগাভ্যাস করেন। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও নাম তুলে ফেলে ওই অধিবেশন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জোট শরিকদের সঙ্গে নিয়ে গত ৯ জুন, রবিসন্ধ্যায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন মোদি।
  • মঙ্গলবার আন্তর্জাতিক যোগ দিবসের আগে বিশেষ বার্তা দিলেন তিনি।
  • বিশ্বব্যাপী ঐক্য গড়ে তুলতে যোগাসনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ তা সব সময়ই শোনা যায় মোদির গলায়।
Advertisement