shono
Advertisement

Breaking News

৪০ বছর পরে ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে গ্রিসে মোদি, উচ্ছ্বসিত ভারতীয় সম্প্রদায়

ব্রিকস সামিট সেরে ফেরার পথে একদিনের সফরে প্রধানমন্ত্রী।
Posted: 11:55 AM Aug 25, 2023Updated: 12:59 PM Aug 25, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৪০ বছর পরে গ্রিসের (Greece) মাটিতে পা পড়ল কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর। শুক্রবার এথেন্সে পৌঁছলেন মোদি। দক্ষিণ আফ্রিকার মাটিতে আয়োজিত ব্রিকস সামিট থেকে ফেরার পথেই এখানে এসেছেন তিনি। তাঁর এই সফরকে দুই দেশের সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisement

এদিন মোদি (PM Modi) বিমানবন্দর থেকে হোটেলে পৌঁছলে তাঁকে স্বাগত জানাতে গ্রিসের ভারতীয় সম্প্রদায়ের একাংশ উপস্থিত হন সেখানে। পরে এথেন্সের হোটেল গ্রেনেড ব্রেটাগনে-তে পৌঁছনোর ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে কথা বলতে দেখা যায় মোদিকে। ভিড়ের মধ্যে ছিল শিশুরাও। তাদের সঙ্গে হাসিমুখে কথা বলছিলেন প্রধানমন্ত্রীকে। একবার তাঁর সঙ্গে করমর্দন করতে বহু মানুষ একসঙ্গে হাত বাড়িয়ে দেন।

[আরও পড়ুন: নির্বাচনের ফল বদলের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ডোনাল্ড ট্রাম্প, পরে শর্তসাপেক্ষে জামিন]

এথেন্সে বসবাসকারী এক ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় জানান, ”ভারতীয় সম্প্রদায় এখানে মোদিকে স্বাগত জানাতে এসেছেন। মোদির সঙ্গে গ্রিসের প্রধানমন্ত্রীর বৈঠক হলে বাণিজ্য ও শরণার্থীর মতো ইস্যু নিয়ে কথা হলে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে।”

দক্ষিণ আফ্রিকায় রওনা হওয়ার আগেই গ্রিস সফর সম্পর্কে মুখ খুলেছিলেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছিলেন, “গ্রিসে এটা আমার প্রথম সফর হবে। দীর্ঘ ৪০ বছর পর ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে আমি সেখানে পা রাখব। আমি খুব সম্মানিত ও গর্ববোধ করছি।”

[আরও পড়ুন: এনডিএ না INDIA, এখনই নির্বাচন হলে শেষ হাসি হাসবে কে? জানাল সমীক্ষা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement