shono
Advertisement

‘শক্তির বিনাশ হতে দেব না’, রাহুলকে কটাক্ষ করে বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়লেন মোদি

'চন্দ্রযানের সাফল্য'কে 'শিব শক্তি'র কাছে উৎসর্গ করেছে দেশ, মন্তব্য মোদির।
Posted: 04:31 PM Mar 18, 2024Updated: 04:31 PM Mar 18, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও একবার রাজনৈতিক কুশলতায় বিরোধীদের টেক্কা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। রাহুল গান্ধীর (Rahul Gandhi) ‘শক্তি’ মন্তব্যকে হাতিয়ার করে একহাত নিলেন কংগ্রেস-সহ (Congress) বিরোধীদের। তামিলনাড়ুতে (Tamil Nadu) ভোটপ্রচারে গিয়ে চ্যালেঞ্জ ছুড়লেন, ‘জীবন থাকতে শক্তির বিনাশ ঘটাতে দেব না।’ ঠিক কী বলেছিলেন রাহুল?

Advertisement

রবিবার ছিল রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র শেষ দিন। মণিপুর থেকে শুরু হওয়া দ্বিতীয় দফার ‘যাত্রা’ শেষ হয় মুম্বইয়ে। শিবাজি পার্কের সেই সভায় দাঁড়িয়ে রাহুল বলেন, ‘উনি হলেন সেই রাজা, যার প্রাণভোমরা ইভিএম।’ এর পরেই কংগ্রেস নেতা মন্তব্য করেন, ‘হিন্দু ধর্মে একটা শব্দ আছে শক্তি। আমরা শক্তির বিরুদ্ধে লড়াই করছি। কিন্তু কী সেই শক্তি?’ রাহুলই উত্তর দেন, ইভিএম, ইডি, সিবিআই, আয়কর দপ্তরের মতো কেন্দ্রীয় সংস্থাগুলিই ‘রাজার আত্মা’ অর্থাৎ ‘শক্তি’ বলতে ‘ইডি, সিবিআই’-এর মতো কেন্দ্রীয় সংস্থাকেই বোঝাতে চেয়েছেন রাহুল। মোদি সরকার যা বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করে বলে অভিযোগ।  

 

 

[আরও পড়ুন: নির্বাচন ঘোষণার পরেও কেন্দ্রীয় ওয়েবসাইটে মোদি-শাহ-রাজনাথের ছবি! শুরু বিতর্ক]

যদিও গতকালই ‘শক্তি’ বিতর্ককে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে বিজেপি (BJP)। একাধিক গেরুয়া নেতা রাহুলের মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ করেন। সোমবার দক্ষিণের রাজ্যে ভোটের প্রচারে গিয়ে ওই বিতর্কে বিরোধীদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়লেন মোদি। জানালেন, তাঁর কাছে মা, মেয়ে, বোনেরা হলেন শক্তি। তাঁদের ‘শক্তি’ রূপে পুজো করেন। দেশ ‘চন্দ্রযানের সাফল্য’ ‘শিব শক্তি’র কাছে উৎসর্গ করেছে। বিরোধীদের উদ্দেশ্য হল ওই শক্তি শেষ করা। আবেগ বিহ্বল মোদি বলেন, ‘আমি ভারত মাতার উপাসক। ওদের (বিরোধী) উদ্দেশ্য হল শক্তি শেষ করা। আমি সেই চ্যালেঞ্জ গ্রহণ করছি। চ্যালেঞ্জ রক্ষা করতে জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করব।’

 

[আরও পড়ুন: নমাজের সময় কেন বাজছে হনুমান চল্লিশা? কর্নাটকে ব্যবসায়ীকে বেধড়ক মার]

উল্লেখ্য, মুম্বইয়ে শিবাজি পার্কে রবিবার ছিল চাঁদের হাট। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী, সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ও কর্মসমিতির অন্যান্য সদস্যদের সঙ্গে ছিলেন তামিলনাড়ু ও ঝাড়খণ্ডের দুই মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, চম্পাই সোরেন, এনসিপি (এসপি) নেতা শরদ পাওয়ার, শিবসেনার (ইউবিটি) উদ্ধব ঠাকরে, আরজেডির তেজস্বী যাদব, ন‌্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লা, পিডিপির মেহবুবা মুফতি, সিপিআই(এমএল)-এর দীপঙ্কর ভট্টাচার্য , সৌরভ ভরদ্বাজ-সহ প্রায় গোটা বিরোধী শিবির। জোট নিয়ে ঝড়ঝঞ্ঝার পরেও বিরোধীদের একত্র সভায় ভয় পেয়েছে শাসক। মোদির শক্তি মন্তব্যের পর বলছেন বিরোধী নেতাদের একাংশ। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement