shono
Advertisement

মোদির মুকুটে নয়া পালক, মিশরের সর্বোচ্চ সম্মান পেলেন প্রধানমন্ত্রী

দু'দিনের জন্য মিশর সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী।
Posted: 03:49 PM Jun 25, 2023Updated: 03:52 PM Jun 25, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিশরের সর্বোচ্চ সম্মান পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার তাঁর হাতে এই সম্মান তুলে দেন প্রেসিডেন্ট আবদেল আল ফাট্টা সিসি। দু’দিনের জন্য মিশর (Egypt) সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। সেই সময়েই তাঁকে ‘অর্ডার অফ দ্য নাইল’ সম্মান দেওয়া হয়েছে। প্রথম ভারতীয় হিসাবে এই সম্মান পেলেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, এই সফরে বিখ্যাত আল হাকিম মসজিদেও গিয়েছেন প্রধানমন্ত্রী। গত ২৬ বছরে এই প্রথমবার কোনও ভারতীয় প্রধানমন্ত্রী মিশরে গিয়েছেন।

Advertisement

শনিবার মিশরে পৌঁছেছেন মোদি। পরের দিনই মিশরের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেন তিনি। ভারতের সঙ্গে একাধিক মউও সই করেন মিশরের প্রেসিডেন্ট। তারপরেই মোদির হাতে তুলে দেওয়া হয় সেদেশের সর্বোচ্চ সম্মান। ‘অর্ডার অফ দ্য নাইল’এর মেডেল পরিয়ে দেওয়া হয় মোদির গলায়। করমর্দন করে মোদিকে অভিনন্দন জানান মিশরের প্রেসিডেন্ট।

[আরও পড়ুন: বীরভূমের পর পূর্ব মেদিনীপুর, বোমা বাঁধতে গিয়ে হাতেনাতে গ্রেপ্তার যুবক]

মোদিকে স্বাগত জানাতে শনিবার বিমানবন্দরে হাজির ছিলেন মিশরের প্রধানমন্ত্রী মোস্তাফা ম্যাডবাউলি। হোটেলে মোদিকে স্বাগত জানান প্রবাসী ভারতীয়রা। ছিলেন মিশরীয়রাও। শাড়ি পরিহিতা তরুণীরা মোদির উদ্দেশে গানও করেন। মোদিকে স্বাগত জানানোর সময় এক মিশরীয় তরুণী গেয়ে ওঠেন, ”ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে।” ‘শোলে’ ছবির ওই গান শুনে বিস্মিত হন মোদি।

রবিবার সকালেই মিশরের রাজধানী কায়রোর বিখ্যাত আল হাকিম মসজিদে যান প্রধানমন্ত্রী। গুজরাটের দাউদি বোহরা সম্প্রদায়ের দানের টাকায় কায়রোর আল হাকিম মসজিদটির সংস্কার হয়েছে। বলে রাখা ভাল, ইসলাম ধর্মাবলম্বী এই সম্প্রদায়ের প্রভাব ও প্রতিপত্তি গুজরাটে যথেষ্ট। ফলে অনেকেই মনে করছেন, মূলত বণিক দাউদি বোহরাদের সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতেই এই পদক্ষেপ। এছাড়াও হেলিপলিস ওয়ার সিমেট্রিতেও যান মোদি। প্রথম বিশ্বযুদ্ধে শহিদ ৪ হাজার ভারতীয় সৈনিকদের কবর রয়েছে সেখানে। 

[আরও পড়ুন: বারবার নিউমোনিয়া, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে বাঁচিয়ে নজির চিকিৎসকদের]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement