shono
Advertisement

Breaking News

মোদি যখন গীতিকার…, এই মহৎ কারণে প্রধানমন্ত্রীর লেখা গান গাইবেন গ্র্যামি জয়ী গায়িকা

 ১৬ জুন মুক্তি পেয়েছে এই গান।
Posted: 09:25 AM Jun 17, 2023Updated: 09:39 AM Jun 17, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেবারে নতুন ভূমিকায় এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গ্র্য়ামি পুরস্কার জয়ী ভারতীয়-আমেরিকান গায়ক ফালুর সঙ্গে হাত মিলিয়ে এবার গান লিখলেন মোদি। যে গানের মধ্যে দিয়ে বাজরার উপকারিতা এবং বিশ্ব ক্ষুধা দূর করতে এই ফসলের গুণ প্রচার করা হবে।

Advertisement

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ২০২৩ সালকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেটস হিসেবে মনোনিত করা হয়েছে। সেই উপলক্ষেই এই গান বাঁধা হয়েছে।  ১৬ জুন মুক্তি পেয়েছে এই গান। 

[আরও পড়ুন: ‘সত্যি কথা বললেই বিতর্কের তকমা দেওয়া হয়’, ‘শিবপুর’ ছবি নিয়ে অকপট স্বস্তিকা]

গানের জগতে ফালু নামেই জনপ্রিয় ফাল্গুনী। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই গান নিয়ে নানারকম এক্সপেরিমেন্ট করে থাকেন তিনি। ২০০৭ সালে প্রথম মুক্তি পায় ফাল্গুনীর নিজস্ব অ্যালবাম। লোকগীতির সঙ্গে পাশ্চাত্য সংগীতের ফিউশন ফাল্গুনীর গানের বিশেষত্ব। সংগীতপ্রেমীদের কাছে আগে থেকেই তা জনপ্রিয়। শুধু তাই নয়, খ্যাতনামা সংগীত পরিচালক এ আর রহমানের সঙ্গেও কাজ করেছেন ফাল্গুনী। এর আগেও ‘সেরা চিলড্রেন মিউজিক’ বিভাগে গ্র্যামিতে মনোনীত হয়েছিলেন ফাল্গুনী।

মোদী প্রসঙ্গে ফাল্গুনী শাহ বলেন, ‘তাঁর জন্য লেখা এক জিনিস এবং তার সঙ্গে লেখা আরেক জিনিস। গানের মাঝখানে, আপনি তাঁর নিজের কণ্ঠে যে বক্তৃতা লিখেছেন এবং বর্ণনা করেছেন তা শুনতে পাবেন। যে কোনও শিল্পীর জন্য এটা একটা বড়  সুযোগ।’

[আরও পড়ুন: ‘মা চলে যাওয়ার পর নিজেকে ছুটি দিইনি’, মৃত্যুবার্ষিকীতে স্বাতীলেখা-স্মরণে কন্যা সোহিনী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement