সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরোধীদের অভিযোগে উত্তাল হতে পারে বাজেট অধিবেশন। বিশ্লেষকদের এই দাবির মধ্যেই সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বললেন, দলের হয়ে লড়াই নয়। এবার দেশের উন্নতির কথাই একমাত্র বিবেচ্য হওয়া উচিত রাজনৈতিক দলগুলোর। ইতিবাচক এবং সৃজনাত্মক বাজেট অধিবেশন হবে বলে তাঁর আশা। সেই সঙ্গে 'মোদি গ্যারান্টি'র স্মৃতি ফিরিয়ে তাঁর দাবি, দেশবাসীকে দেওয়া সমস্ত প্রতিশ্রুতি পূরণ করতেই এবার বাজেট পেশ করবে তাঁর সরকার। বিরোধীদের খোঁচা দিয়ে মোদির বক্তব্য, কিছু দলের নেতিবাচক মানসিকতার কারণে সংসদে কাজ চলতে পারে না।
প্রথমবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছাড়াই বাজেট অধিবেশনে (Budget Session) থাকছেন মোদি। সোমবার সংসদে প্রবেশের আগে তাঁর ভাষণের অধিকাংশ সময়টাই গেল বিরোধীদের আক্রমণে। প্রধানমন্ত্রীর কথায়, "রাজনৈতিক লড়াই বহু হল, আমজনতা তাঁদের রায় জানিয়ে দিয়েছেন। গত ৬০ বছরে এই প্রথমবার কোনও সরকার টানা তৃতীয়বার ক্ষমতায় এসে বাজেট পেশ করতে চলেছে। দেশবাসীকে যে মোদি গ্যারান্টির কথা বলেছি, এবার সেই প্রতিশ্রুতি পূরণ করবে নতুন বাজেট।" প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন, গত তিন বছরে প্রতিবার ৮ শতাংশ উন্নতি হয়েছে ভারতের অর্থনীতিতে।
[আরও পড়ুন: টানা সাতবার বাজেট পেশ করে কার রেকর্ড ভাঙবেন নির্মলা?]
তার পরেই বিরোধীদের বিঁধে প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, "প্রত্যেক সাংসদকে আমি এটাই বলতে চাই, জানুয়ারি মাস থেকে আমরা অনেক লড়াই করেছি। তবে এখন সব শেষ। তাই দলীয় স্বার্থের উর্ধ্বে উঠে দেশের জন্য নিজেকে নিবেদন করুন। এই গৌরবময় সংসদকে ঠিক ভাবে ব্যবহার করুন। সাড়ে চার বছর পরে আবার নাহয় রাজনৈতিক লড়াইয়ে ফিরবেন। কিন্তু ততদিন পর্যন্ত দেশের যুবক-কৃষকদের উন্নতির চেষ্টা করুন।"
নিজের বক্তৃতার একেবারে শেষ পর্বে এসে বিরোধীদের সরাসরি আক্রমণ করেন মোদি। বলেন, "আপনারা নিশ্চই দেখেছেন, সংসদের প্রথম অধিবেশনে কিভাবে ১৪০ কোটি মানুষের নির্বাচিত সরকারের কণ্ঠরোধ করা হয়েছে। আড়াই ঘণ্টা ধরে প্রধানমন্ত্রীর মুখ বন্ধ রাখার চেষ্টা করেছেন। তাঁদের মনে রাখতে হবে, দেশের মানুষ পার্টির জন্য নয় দেশের জন্য আমাদের নির্বাচিত করেছেন। সংসদটা কোনও দলের নয়, গোটা দেশের।" তবে বিশ্লেষকদের অনুমান, নানা ইস্যুতে সরকারকে কোনঠাসা করবে বিরোধীরা। শরিকদের থেকেও চাপ অনুভব করবে বিজেপি। সবমিলিয়ে বাজেট অধিবেশন উত্তাল হবে বলেই অনুমান।