সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মানবিক প্রধানমন্ত্রী! বারাণসীর রাস্তায় নিজের ভিভিআইপি কনভয়কে দাঁড় করিয়ে অ্যাম্বুল্যান্সের (Ambulance) জন্য রাস্তা করে দিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ১৭ ডিসেম্বর, রবিবার সকালে বারণসীর (Varanasi) ওই রাস্তায় ছিল মোদির রোড শো। তখনই ওই রাস্তায় একটি অ্যাম্বুল্যান্স এসে পড়ে। প্রধানমন্ত্রীর কনভয়ের কারণে যেটি এগোতে পারছিল না। যা চোখে পড়ে মোদির। দ্রুত তিনি কনভয় থামিয়ে সেটিকে পথ করে দেন। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
বারাণসী মোদির নিজের লোকসভা কেন্দ্রে। সেখানে দুদিনের সফরে রবিবারই পৌঁছান তিনি। ১৯ হাজার কোটি টাকার ৩৭টি উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তার আগে এদিন সকালে ছিল রোড শো। সেই মতোই এগোচ্ছিল মোদির কনভয়। ব্যারিকেড দেওয়া রাস্তার দুইপাশে দাঁড়ানো মানুষের অভ্যর্থনা গ্রহণ করছিলেন মোদি। তখনই একটি অ্যাম্বুল্যান্স আটকে পড়েছিল।
[আরও পড়ুন: সংসদে গ্যাস হামলায় বিজেপি সাংসদের বিরুদ্ধে পদক্ষেপ! স্পিকারকে চিঠি দিল্লি পুলিশের]
এর পরের ঘটনা ধরা পড়েছে ভাইরাল ভিডিওতে। সেখানে দেখা গিয়েছে, মোদির কনভয় হঠাৎই গতি কমিয়ে রাস্তার একধারে সরে যায়। এর ফলেই জায়গা পায় একটি অ্যাম্বুল্যান্স। জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশেই অ্যাম্বুল্যান্সটিকে জায়গা করে দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রীর এই মানবিকতা বোধে মুগ্ধ নেটিজেনরা। তাঁরা কুর্নিশ জানিয়েছেন। তবে কারও কারও বক্তব্য, অ্যাম্বুল্যান্স হলেও গাড়িটিকে ছাড়া ঠিক হয়নি। জঙ্গি কার্যকলাপও তো হতে পারত। সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ত।