সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নেমেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেই লক্ষ্যে মঙ্গলবার বারাণসী থেকে মনোনয়ন জমা দেবেন তিনি। দশাশ্বমেধ ঘাটে পুজো দিয়ে তার পরেই মনোনয়ন পেশের প্রক্রিয়া শুরু করলেন মোদি। জানা গিয়েছে, শুভলগ্নে মনোনয়ন জমা দেবেন প্রধানমন্ত্রী। সঙ্গে থাকবেন বিজেপি ও এনডিএর একঝাঁক নেতা।
জানা গিয়েছে, মনোনয়ন পেশের আগে একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। সোমবার বিকেলেই বারাণসী (Varanasi) পৌঁছে গিয়েছিলেন তিনি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে একটি রোড শোয়েও অংশ নেন। তার পর মঙ্গলবার সকাল থেকে শুরু করেন মনোনয়ন জমা দেওয়ার প্রস্তুতি। সাড়ে নটা নাগাদ দশাশ্বমেধ ঘাটে গিয়ে পুজো দেন প্রধানমন্ত্রী। এদিন সকালেই কাশীর স্মৃতি বিজড়িত একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে ক্যাপশনে লেখেন, "কাশীর সঙ্গে আমার অবিচ্ছেদ্য সম্পর্ক। সেটা ভাষায় বর্ণনা করা যায় না।"
[আরও পড়ুন: চিনকে রুখতে ইরানের সঙ্গে বন্দর চুক্তি, ভারতের উপর নিষেধাজ্ঞার হুমকি আমেরিকার!]
দশাশ্বমেধ ঘাট থেকে বিখ্যাত কাল ভৈরবের মন্দিরে যাবেন প্রধানমন্ত্রী। সকাল সোয়া দশটায় সেখানে পুজো দিয়ে এনডিএ নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। জানা গিয়েছে, পৌনে এগারোটা নাগাদ শুরু হবে এই বৈঠক। সেখানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এছাড়াও থাকবেন এনডিএ দলগুলোর প্রধানরা। জয়ন্ত চৌধুরী, চিরাগ পাসওয়ান-সহ অনেকেই থাকবেন সেখানে।
এছাড়াও একঝাঁক মুখ্যমন্ত্রী থাকবেন মোদির বৈঠকে। বিহারের নীতীশ কুমার ছাড়াও প্রত্যেকটি বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা থাকবেন। সকলকে সঙ্গে নিয়েই মনোনয়ন জমা দেবেন প্রধানমন্ত্রী। কাঁটায় কাঁটায় সকাল ১১টা ৪০ মিনিটে পেশ করবেন মনোনয়ন। কারণ হিন্দু পঞ্চাঙ্গ অনুযায়ী, এটাই অভিজিৎ মহরৎ এবং আনন্দ যোগ। উল্লেখ্য, এই কেন্দ্র থেকে গত দুবার লোকসভা নির্বাচনে (Lok Sabha 2024) জিতেছেন মোদি। জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে আজ ফের ময়দানে নামছেন তিনি।