shono
Advertisement

Breaking News

উত্তর-পূর্বের প্রথম ‘গ্রিন ফিল্ড’বিমানবন্দর সিকিমে, প্রধানমন্ত্রীর হাতেই সূচনা

দেশের পাঁচটি উচ্চতম বিমানবন্দরের মধ্যে এটি একটি। The post উত্তর-পূর্বের প্রথম ‘গ্রিন ফিল্ড’ বিমানবন্দর সিকিমে, প্রধানমন্ত্রীর হাতেই সূচনা appeared first on Sangbad Pratidin.
Posted: 01:29 PM Sep 15, 2018Updated: 01:29 PM Sep 15, 2018

সঞ্জীব মণ্ডল, শিলিগুড়ি: পর্যটকদের জন্য সুখবর। বিমানবন্দর পেতে চলেছে সিকিম। ২৩ সেপ্টেম্বর সিকিমের প্যাকিয়ংয়ে বিমাবন্দরটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রবল বৃষ্টির মধ্যেও চলছে প্রস্তুতি। শেষ মুহূর্তের সজ্জা। এবার ধসে সড়কপথ বিপর্যস্ত হয়ে আটকে পড়ার শঙ্কা রইল না পর্যটকদের।

Advertisement

[অব্যাহত অচলাবস্থা, জট কাটাতে বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ে যাচ্ছেন শিক্ষামন্ত্রী]

প্রশাসন সূত্রে খব খবর, পর্যটনে গতি আনতে সিকিমের প্যাকিয়ংয়ে নয়া বিমানবন্দর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে বাগডোগরা ও সিকিমের প্যাকিয়ং বিমানবন্দরের আকাশসীমা নির্ধারণ হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৪ হাজার ৭০০ ফুট উঁচুতে ২০০ একর এলাকা জুড়ে সিকিমে গড়ে তোলা হয়েছে বিমানবন্দর। দেশের পাঁচটি উচ্চতম বিমানবন্দরের মধ্যে এটি একটি। ১ হাজার ৭০০ মিটার রানওয়ের বিমানবন্দরে ১০ মার্চ পরীক্ষামূলকভাবে সফল বাণিজ্যিক উড়ান ভরা হয়েছে। তার আগে ৫ মার্চ বায়ুসেনার বিমান অবতরণ করে বিমানবন্দরটিতে। ইতিমধ্যে এই বিমানবন্দরে অধিকর্তা-সহ ৫০ জন কর্মী নিয়োগ হয়েছে। তৈরি হয়েছে আন্তর্জাতিক মানের টার্মিনাল, পার্কিং। উত্তর-পূর্ব ভারতের প্রথম ‘গ্রিন ফিল্ড’ বিমানন্দর হিসাবে চালু হতে চলেছে এটি।

জুন মাসে প্যাকিয়ং বিমানবন্দর চালুর চেষ্টা হলেও তা কিছুটা পিছিয়ে যায়। ইতিমধ্যে ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমোদন মিলেছে। সিকিমের প্যাকিয়ংয়ের বিমানবন্দর অধিকর্তা মঞ্জু নাথ জানিয়েছেন, পাহাড়ি এলাকায় বিমানবন্দর হওয়ায় রানওয়ে অনেকটাই কম। আপাতত ঠিক হয়েছে ৭০ আসনের যাত্রীবাহী বিমান ওঠানামা করবে। স্পাইসজেটের সঙ্গে কথা হয়েছে। অক্টোবর মাস থেকেই প্যাকিয়ং-কলকাতা উড়ান চালু হয়ে যাবে। প্যাকিয়ং থেকে কাছের বিমানবন্দর বাগডোগরার দূরত্ব ১২৪ কিলোমিটার। আপাতত ঠিক হয়েছে প্যাকিয়ং বিমানবন্দরের নিরাপত্তা দেবে সিকিম পুলিশ। বাগডোগরা-সহ দেশের সিংহভাগ বিমানবন্দরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী থাকলেও সিকিমে রাজ্য পুলিশই আপাতত বিমানবন্দরের নিরাপত্তায় থাকছে বলে সূত্রের খবর। এদিকে এই বিমানবন্দর নিয়ে পর্যটন ব্যবসায়ীরা আশাবাদী। সিকিমে বিমানবন্দর চালু হলে উত্তর-পূর্ব ভারতে পর্যটনে আরও গতি আসবে বলে মনে করছেন পর্যটন ব্যবসায়ীরা।

[ন’মাস পর নিখোঁজ ছেলেকে ঘরে ফেরাল ফেসবুক]

The post উত্তর-পূর্বের প্রথম ‘গ্রিন ফিল্ড’ বিমানবন্দর সিকিমে, প্রধানমন্ত্রীর হাতেই সূচনা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার