ক্ষিরোদ ভট্টাচার্য: কর্তৃপক্ষের নিষেধ অমান্য করেই এবার কলকাতা মেডিক্যাল কলেজে দেখানো হল বিতর্কিত তথ্যচিত্র ‘দ্য মোদি কোশ্চেন’। আলোচনা হল দলিত ছাত্র রোহিত ভেমুলার জন্মদিন নিয়েও।
গুজরাট দাঙ্গা ও তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) ভূমিকা নিয়ে তথ্যচিত্র বানিয়েছে বিবিসি (BBC)। যে তথ্যচিত্রকে নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্র। বিতর্ক দানা বাঁধতেই সোশ্যাল প্ল্যাটফর্ম থেকেও সরিয়ে ফেলা হয় তথ্যচিত্রটি। কিন্তু তা সত্ত্বেও ভারতের প্রায় সব প্রদেশেই প্রদর্শিত হয়েছে এটি। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, জামিয়া মিলিয়ায় তথ্যচিত্রের প্রদর্শনী নিয়ে উত্তাল হয়েছিল পরিস্থিতি। সেই আবহেই পশ্চিমবঙ্গেও হয়েছে প্রদর্শন। ইতিমধ্যেই প্রেসিডেন্সি, যাদবপুর ও আলিয়া বিশ্ববিদ্যালয়ে দেখানো হয়েছে এই তথ্যচিত্র। সেখানে এ নিয়ে কোনও উত্তেজনা না হলেও সোমবার কলকাতা মেডিক্যাল কলেজে তথ্যচিত্রের প্রদর্শন ঘিরে খানিক বির্তক তৈরি হয়।
[আরও পড়ুন: ২০২২-এর টেটেও দুর্নীতি? কুন্তলের ফ্ল্যাট থেকে OMR শিট উদ্ধার নিয়ে মুখ খুললেন পর্ষদ সভাপতি]
প্রদর্শনী শুরুর ঘণ্টাখানেক আগে মেডিক্যালের এমসিডিএসও’র কয়েকজন প্রতিনিধিকে ডেকে পাঠান অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস। জানিয়ে দেন, ‘‘কোনও বিতর্কিত বিষয় নিয়ে তৈরি তথ্যচিত্র প্রদর্শিত হবে না। তবে রোহিত ভেমুলাকে নিয়ে আলোচনায় আপত্তি নেই।’’ এরপরই কলেজ কাউন্সিলের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয় তথ্যচিত্রর প্রদর্শনী বন্ধ করার। কিন্তু কলেজ কাউন্সিলের বিজ্ঞপ্তিই সার। বেলা সাড়ে তিনটের বদলে সাড়ে ৪টে নাগাদ ইউএন ব্রহ্মচারি লেকচার থিয়েটারের প্রজেক্টরে দেখানো হয় ‘দ্য মোদি কোশ্চেন’।
তথ্যচিত্রে গোধরায় ট্রেনে অগ্নিকাণ্ড এবং তার পরবর্তীদের গুরজাট দাঙ্গা, মোদির সেই সময়ের জনসভার বক্তব্যের টুকরো টুকরো অংশ-সহ নানা বিষয় ফুটে উঠতে থাকে। মেডিক্যাল কলেজের ছাত্র বাদেও সুদুর মুর্শিদাবাদ থেকে এসে তথ্যচিত্র দেখেন কয়েকজন প্রাক্তন সরকারি কর্মীও। এঁদেরই অন্যতম ইশা খাঁ জানিয়েছেন,‘‘গণতন্ত্রের পক্ষে এমন তথ্যচিত্র দেখানো দরকার।’’ তবে কলেজ কাউন্সিলের নির্দেশ উপেক্ষা করে তথ্যচিত্র প্রদর্শনী হলেও এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি অধ্যক্ষ।