সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিমন্তের পরিকল্পনায় খুশ মোদি। নেপথ্যে কামাখ্যা মন্দিরের (Kamakhya Temple) সৌন্দর্যায়ন। বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির (Kashi-Vishwanath Temple) করিডরের ধাঁচে গুয়াহাটির কামাখ্যা মন্দিরের সৌন্দর্যায়নের পরিকল্পনা করেছে অসম (Assam) সরকার। গতকালই নয়া পরিকল্পনার কথা টুইট করে জানান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। রিটুইট করে এই উদ্যোগকে সাধুবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।
বুধবার কামাখ্যা মন্দির নিয়ে তাঁর পরিকল্পনার কথা টুইট করে জানান হিমন্ত। ভবিষ্যতে কামাখ্যা পাহাড়ের মন্দির এবং সংলগ্ন এলাকা কেমন রূপ নিতে পারে তার অ্যানিমেশন ভিডিও পোস্ট করেন তিনি। ক্যাপশানে লেখেন, ‘জয় মা কামাখ্যা। সংস্কারের পর মা কামাখ্যা করিডোর ভবিষ্যতে কেমন হবে তার এক ঝলক শেয়ার করছি।” যার পর মঙ্গলবারই রিটুইট করেন মোদি। লেখেন, “আমি নিশ্চিত মা কামাখ্যা করিডর একটি যুগান্তকারী প্রকল্প হবে। আধ্যাত্মিক অভিজ্ঞতার ক্ষেত্রে কাশী বিশ্বনাথ ধাম এবং শ্রী মহাকাল মহালোকের (কামাখ্যা) বিশেষ গুরুত্ব রয়েছে। এইসঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় হল, এর ফলে পর্যটনের আকর্ষণ বাড়বে এবং চাঙ্গা হবে স্থানীয় অর্থনীতি।”
[আরও পড়ুন: দলীয় নেত্রীকে হেনস্তা, যুব কংগ্রেসের সভাপতির বিরুদ্ধে পুলিশি তদন্তের দাবি মহিলা কমিশনের]
অসম সরকারে সংশ্লিষ্ট দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, সংস্কারের পর কামাখ্যা মন্দির এলাকা ৩ হাজার স্কয়ার ফুট থেকে বেড়ে হবে ১ লক্ষ স্কয়ার ফুট। করিডোরের গড় প্রস্থ হবে প্রায় ২৭-৩০ ফুট। এছাড়াও যে ছয়টি প্রধান মন্দিরে বর্তমানে পূণ্যার্থীদের প্রবেশ নিষিদ্ধ তা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে, কামাখ্যা করিডরের কাজ সম্পূর্ণ হলে। ২০২১ সালের বারাণসীতে কাশী বিশ্বনাথ করিডরের আনুষ্ঠানিক উদ্বোধন করছিলেন মোদি। কাশী বিশ্বনাথ মন্দির থেকে গঙ্গার পাড় পর্যন্ত ৫ লক্ষ বর্গফুট এলাকাকে সাজিয়ে গড়ে তোলা হয়েছে করিডর।