shono
Advertisement

২৪ ঘণ্টায় ১০ লক্ষ ফলোয়ার! হোয়াটসঅ্যাপে প্রবেশেই ঝড় তুললেন মোদি

একেই বলে মোদি ম্যাজিক!
Posted: 08:43 PM Sep 20, 2023Updated: 08:43 PM Sep 20, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তার ‘ম্য়াজিক’ অব্যাহত। তাঁর হোয়াটসঅ্যাপ চ্যানেল (WhatsApp Channel) আত্মপ্রকাশ করতে না করতেই ফলোয়ারের সংখ্যা পেরিয়ে গেল ১০ লক্ষ। মোটামুটি ২৪ ঘণ্টায় সংখ্যাটা দাঁড়িয়েছে ১০ লক্ষ ৩৮৬!

Advertisement

বুধবারই লঞ্চ হয়েছে মেটার নতুন ফিচার হোয়াটসঅ্যাপ চ্যানেল। আর সেই চ্যানেলে দেখা মিলেছে মোদিরও। আর শুরুতেই তিনি চমকে দিলেন। ঠিক কী এই হোয়াটসঅ্যাপ চ্যানেল? এই চ্যানেলে অ্যাডমিনরা নানা ধরনের কনটেন্ট শেয়ার করবেন ফলোয়ারদের সঙ্গে। সেখানে টেক্সট থেকে মাল্টিমিডিয়া, পোল সবই থাকবে। ফলে ব্যক্তি থেকে সংগঠন, ইউজাররা চাইলেই সেই সংক্রান্ত চ্যানেলের মাধ্যমে সব আপডেট পাবেন।

[আরও পড়ুন: সংবিধান থেকে উধাও ‘সেকুলার’ ও ‘সোশালিস্ট’, কেন্দ্রের বিরোধিতায় সরব কংগ্রেস]

উল্লেখ্য, কেবল মোদির ফলোয়ারই নয়, লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাঁর শেয়ার করা ছবি ও ভিডিয়োয় প্রতিক্রিয়াও। যে ভিডিয়োটি তিনি শেয়ার করেছেন, সেটির রিঅ্যাকশন পেরিয়ে গিয়েছে ৫০ হাজার।

জেনে নিন কী করে মোদির হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হবেন:

১. প্রথমে হোয়াটসঅ্যাপে গিয়ে আপডেটে যান।

২. স্ক্রিনের একেবারে নিচে লেখা রয়েছে ‘ফাইন্ড চ্যানেলস’ অপশন। সেখানে ট্যাপ করুন।

৩. এরপরই দেখা মিলবে চ্যানেলের তালিকা। সেখান থেকে মোদির নামের পাশে প্লাস আইকনে ক্লিক করুন। তাহলেই মোদির চ্যানেলে আপনি যুক্ত হয়ে যাবেন। প্রধানমন্ত্রীর মেসেজ ও আপডেটে ‘রিঅ্যাকশন’ও জানানো যাবে।

৪. হোয়াটসঅ্যাপ চ্যানেলে অ্যাডমিনরা আপডেট ও কনটেন্ট ৩০ দিন অন্তর বদলাতে থাকেন। এরপরই কিন্তু পুরনো আপডেটগুলো মুছে যাবে।

[আরও পড়ুন: মেটাতে পারেননি ৩ হাজার টাকা, বাজারের মাঝে ব্যবসায়ীকে বিবস্ত্র করে মারধর! গ্রেপ্তার ২]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement