shono
Advertisement
Rajkot fire

গুজরাটে বিধ্বংসী অগ্নিকাণ্ডে শোকপ্রকাশ মোদি-মমতার, মৃতের সংখ্যা বেড়ে ২৪

মনে করা হচ্ছে, গেমিং জোনে খেলতে আসা অধিকাংশ শিশুই বিধ্বংসী অগ্নিকাণ্ডের শিকার।
Published By: Amit Kumar DasPosted: 10:35 PM May 25, 2024Updated: 12:31 AM May 26, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাটের রাজকোটে গেমিং জোনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। শেষ পাওয়া খবরে, এই দুর্ঘটনার জেরে সেখানে ২৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি শোকপ্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজ রাজ্য গুজরাটে ভয়ংকর এই দুর্ঘটনার কথা জানতে পারার পর এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) লেখেন, 'রাজকোটে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা জানতে পেতে আমি অত্যন্ত মর্মাহত। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সবরকম সাহায্যের কাজ করছে।' পাশাপাশি তিনি আরও জানান, 'রাজকোটে অগ্নিকাণ্ডের ঘটনা আমাদের সবার কাছে অত্যন্ত দুঃখের। কিছুক্ষন আগে ফোনে আমি গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রভাই প্যাটেলের সঙ্গে কথা বলেছি। তিনি আমায় আশ্বস্ত করেছেন এই দুর্ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সকলকে সব রকমভাবে সাহায্য করবে সরকার।'

[আরও পড়ুন: যোগীরাজ্যে একাকী লড়াই মমতার ‘সৈনিকে’র, অখিলেশের সমর্থনে জয়ের স্বপ্ন ললিতেশপতির]

প্রধানমন্ত্রীর পাশাপাশি মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'বিধ্বংসী এই অগ্নিকাণ্ডের কথা জানতে পেরে আমি বেদনাহত। অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছেন এই দুর্ঘটনায়। জানা যাচ্ছে, গেমিং জোনের ভিতর বহু মানুষ এখনও আটকে রয়েছেন। যা আরও মর্মান্তিক। অত্যন্ত দুঃখজনক এই ঘটনায় নিহতদের পরিবারের কথা ভেবে আমি শোকাহত। তাঁদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।'

[আরও পড়ুন: পোর্শেকাণ্ডের মধ্যেই ফের মহারাষ্ট্রে যুবকের গাড়ি পিষল ৭ জনকে! সংকটজনক তিন মাসের শিশু]

উল্লেখ্য, শনিবার সন্ধেবেলা বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গুজরাটের (Gujarat) রাজকোট শহরের জনপ্রিয় এক টিআরপি গেমিং জোনে। দাউদাউ করে আগুন ধরে যায়। অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ভিতরে বেশ কয়েক জনের আটকে থাকার সম্ভাবনা। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের। অগ্নিকাণ্ড নিয়ে বিবৃতিতে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল বলেছেন, “পৌর নিগম এবং প্রশাসনকে টিআরপি গেমিং জোনের অগ্নিকাণ্ডে উদ্ধারকাজের জন্য যাবতীয় নির্দেশিকা দেওয়া হয়েছে। আহতদের দ্রুত চিকিৎসার বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।" তবে কীভাবে এই গুন লাগল তা এখনও জানা যায়নি। এক জন উদ্ধারকারী জানান, গেমিং জোনের অস্থায়ী কাঠামো ভেঙে পড়ায় সমস্যা বেড়েছে। গেমিং জোনে খেলতে আসে সাধারণত অল্পবয়সি এবং শিশুরা। মনে করা হচ্ছে, গেমিং জোনে খেলতে আসা অধিকাংশ শিশুই বিধ্বংসী অগ্নিকাণ্ডের শিকার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গুজরাটের রাজকোটে গেমিং জোনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে মৃতের সংখ্যা বেড়েই চলেছে।
  • মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Advertisement