shono
Advertisement

বড় সিদ্ধান্ত মোদির, বালাকোট স্ট্রাইকের কান্ডারিকেই ‘র’ প্রধান করলেন প্রধানমন্ত্রী

নয়া আইবি প্রধান হলেন আইপিএস অফিসার অরবিন্দ কুমার৷ The post বড় সিদ্ধান্ত মোদির, বালাকোট স্ট্রাইকের কান্ডারিকেই ‘র’ প্রধান করলেন প্রধানমন্ত্রী appeared first on Sangbad Pratidin.
Posted: 04:09 PM Jun 26, 2019Updated: 04:09 PM Jun 26, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও দুই বিশ্বস্ত আমলার হাতেই দেশের নিরাপত্তার দায়িত্ব তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বালাকোট এয়ার স্ট্রাইকের মূল কান্ডারিকে এবার ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং’ এর প্রধান নিযুক্ত করলেন প্রধানমন্ত্রী৷ সমন্ত গোয়েলের হাতে ‘র’ এর দায়িত্ব তুলে দিলেন প্রধানমন্ত্রী৷ একই সঙ্গে, অরবিন্দ কুমারকে নয়া ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি প্রধান নিযুক্ত করলেন তিনি৷

Advertisement

[ আরও পড়ুন: অসমে প্রকাশিত নাগরিকপঞ্জির অতিরিক্ত খসড়া, নাম নেই ১ লক্ষ মানুষের   ]

জানা গিয়েছে, ১৯৮৪ ব্যাচের পাঞ্জাব ক্যাডারের আইপিএস অফিসার সমন্ত গোয়েল৷ এবং ওই একই বছর অসম-মেঘালয় ক্যাডারের আইপিএস অফিসার অরবিন্দ কুমার৷ নয়াদিল্লি সূত্রে খবর, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পুলওয়ামায় ভয়ংকর জঙ্গি হামলার পর, পাকিস্তানের বালাকোটে ‘অপারেশন বাঁদর’ নামক যে সন্ত্রাসদমন অভিযান চালিয়েছিল ভারতীয় বায়ুসেনা৷ তার ব্লু প্রিন্ট তৈরি করেছিলেন সমন্ত গোয়েল৷ কীভাবে, কখন এবং কোন পথে পাকিস্তানে ঢুকে পাক মদতপুষ্ট জঙ্গিদের সবচেয়ে বেশি ঘায়েল করা যাবে, সেই কৌশল রচনা করেছিলেন তিনিই৷ সেই মতোই ওই এয়ার স্ট্রাইক অপারেশন চালায় সেনা৷ মেলে আশানুরূপ সাফল্যও৷ বালাকোটে গড়ে ওঠা জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়ে সফল ভাবে দেশে ফেরেন ভারতীয় বায়ুসেনার পাইলট৷ সূত্রের খবর, কেবল বালাকোট নয়, ২০১৬-তে উরি হামলার পর পাক অধিকৃত কাশ্মীরে যে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল ভারতীয় সেনা৷ সেই পরিকল্পনা দলেও সদস্য ছিলেন ১৯৮৪ ব্যাচের পাঞ্জাব ক্যাডারের এই আইপিএস অফিসার৷ এছাড়া নয়ের দশকে সাফল্যের সঙ্গে পাঞ্জাবে বেড়ে ওঠা বিচ্ছিন্নতাবাদীদের সামাল দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর৷ এবং আমলা মহলে ‘পাকিস্তান এক্সপার্ট’ নামেই পরিচিত তিনি৷

[ আরও পড়ুন: ৮৪ হাজার শূন্যপদে আধাসেনায় নিয়োগ, সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের ]

জানা গিয়েছে, একই ভাবে আমলা মহলে ‘কাশ্মীর এক্সপার্ট’ নামে পরিচিত নয়া আইবি প্রধান অরবিন্দ কুমার৷ দীর্ঘদিন ধরে কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী এবং বামপন্থী বিচ্ছিন্নতাবাদ ও মাওবাদীদের প্রতিহত করার কাজ করেছেন তিনি৷ সূত্রের খবর, প্রথম জীবনে অসম পুলিশে কাজ করতেন অরবিন্দ কুমার৷ কিন্তু খুব কম সময়ের মধ্যেই আইবিতে যোগ দেন তিনি৷ এরপর থেকে দিল্লিতেই কাজ করছেন ১৯৮৪ ব্যাচের অসম-মেঘালয় ক্যাডারের এই আইপিএস অফিসার৷ এর আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে অজিত দোভালের মেয়াদ পাঁচ বছরের জন্য বৃদ্ধি করেছেন প্রধানমন্ত্রী৷ তাঁকে ক্যাবিনেট মন্ত্রীরও পদ দিয়েছেন তিনি৷ এছাড়া মন্ত্রিসভায় চমক হিসাবে এনেছেন প্রাক্তন বিদেশ সচিব এস জয়শংকরকে৷ বিদেশ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে৷

The post বড় সিদ্ধান্ত মোদির, বালাকোট স্ট্রাইকের কান্ডারিকেই ‘র’ প্রধান করলেন প্রধানমন্ত্রী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement